সাসপেন্ড করা নেতাকে টিকিট দিল বিজেপি
২০১৮ সালে সেই রাজ্যের গোশামহল আসনে জয় হয়েছিল গেরুয়া শিবিরের এবং সেই আসনেই প্রার্থী করা হলো তাঁকে।

তেলেঙ্গানা: আর সপ্তাহ দুইয়ের মধ্যেই তেলেঙ্গানা রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে শাসকদল ভারত রাষ্ট্র সমিতি এবং বিরোধী দলগুলি, অর্থাৎ কংগ্রেস ও বিজেপি। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনগুলি। জানা গিয়েছে তেলাঙ্গানাতে বিধানসভা নির্বাচন শুরু হবে ৩ নভেম্বরে এবং ভোট গণনা করা হবে ৫ নভেম্বরে। প্রচার পর্ব একেবারে শেষের দিকে। তবে নির্বাচনের আগে দলকে মজবুত করতে বড় পদক্ষেপ নিল বিজেপি।
কি সেই পদক্ষেপ? সাসপেন্ড করা বিজেপি নেতা টাইগার রাজা সিংকে টিকিট দিল তেলেঙ্গানা বিজেপি। জানা গিয়েছে, ২০১৮ সালে সেই রাজ্যের গোশামহল আসনে জয় হয়েছিল গেরুয়া শিবিরের এবং সেই আসনেই প্রার্থী করা হলো তাঁকে। কেন সাসপেন্ড করা হয়েছিল টাইগার রাজা সিংকে? ২০২২ সালে নুপুর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দাঙ্গা সৃষ্টি হয়েছিল দেশের বহু প্রান্তে। এবং নুপুর শর্মারই পাশে দাঁড়িয়েছিলেন টাইগার। নুপুর শর্মাকে সমর্থন করেছিলেন তিনি। সেই কারণেই দল তাঁকে সাসপেন্ড করেছিল। যদিও কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি জানিয়েছে, বিজেপি নেতার প্রতিক্রিয়া বিবেচনা করা হয়েছে এবং তারপরই তাঁর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার টাইগার রাজা সিংকে মুসলিম বিরোধী মন্তব্য করতে শোনা যায়। জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী এই বিজেপি নেতার বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে ঘৃণা ভাষণ, দাঙ্গা করানো, হত্যা করার চেষ্টা অনুমতি ছাড়া র্যালি বার করা, ইত্যাদি। যদিও তাঁর বিরুদ্ধে এই তথ্য জানা যায় ২০১৮ সালে নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা জমার পর। এছাড়াও টাইগার রাজা সিংকে বহুবার অন ডিউটি পুলিশদের সঙ্গে হাতাহাতি করার জন্যও খবরে এসেছিলেন। এছাড়াও ২০২০ সালে তাকে ফেসবুক ব্যান করেছিল বিতর্কিত মন্তব্য ঘৃণা ভাষণের জন্য। এবার দেখার বিষয় সাসপেন্ড প্রত্যাহারের জন্য গোশামহল আসন এবার বিজেপি হয় কিনা।