ওড়িশাগামী যাত্রীবাহী বাসে আগুন, মৃত ১ শিশু

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন বন্ধ করতে তাদের সাহায্য করেন স্থানীয়রাও। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর, অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর, বাসটিকে সরিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক থেকে।

পশ্চিম মেদিনীপুর: শুক্রবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী হলো খড়গপুর (Kharagpur)। মাধবপুরে (Madhavpur) পৌঁছাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওড়িশাগামী (Orissa) একটি বাসে। এই দুর্ঘটনাটিতে মৃত্যু হয় ১ শিশুর এবং আহত হন আরো ৯ জন যাত্রী। জানা গিয়েছে, বাসটি যাচ্ছিল ওড়িশার পারাদ্বীপে (Paradip)। ঘটনাটি ঘটে জাতীয় সড়কের (National Highway) ধারে খড়গপুরের আগে মাধবপুর এলাকায়।

বাস থেকে যখন ধোঁয়া বেরোচ্ছিল, তখন আতঙ্কিত যাত্রী থেকে বাস চালক সকলেই দ্রুত নেমে পড়ে এবং পরমুহুর্তেই আগুন ধরে বাসটিতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন বন্ধ করতে তাদের সাহায্য করেন স্থানীয়রাও। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর, অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর, বাসটিকে সরিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক থেকে। রাতে সেই বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী (Minister of Water Resources Investigation and Development) মানস ভূঁইয়া (Manas Bhuiya)।

Accident,WB,Kharagpur,Orissa,Paradip,Fire in the bus

যদিও পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগুন লেগেছে বাসের সামনের দিকে ইঞ্জিনে। আগুন ধরার সাথে সাথেই সমস্ত যাত্রীদের দ্রুত বাস থেকে নামানো হয়। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত বাসটিতে ছিলেন ৪০ জন যাত্রী। সময় মত সবাইকে নামানো না হলে, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারত। সবাইকে নামানোর পর একটি শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার পুড়ে যাওয়া মৃতদেহ মেলে এবং সমস্ত আহত যাত্রীদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical College) পাঠানো হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে।




Leave a Reply

Back to top button