দেশের সৈন্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে লেপচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এই দিন খবরটি নিজের এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, আজকের এই বিশেষ উৎসব উপলক্ষে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছেছি ভারতীয় সৈন্যদের, সঙ্গে উদযাপন করতে।

হিমাচল প্রদেশ: আজ পবিত্র দীপাবলি। আনন্দে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ। চারিদিকে চলছে আলোর মেলা ও বাজির খেলা। সবাই নিজেদের মতো করে উদযাপন করছে আজকের দিনটি। একইভাবে আজকের দিনটিকে নিজের মত করে উদযাপন করতে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। চিন সীমান্ত লাগোয়া হিমাচল প্রদেশের লেপচায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন তিনি। এই দিন এই খবরটি নিজের এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, আজকের এই বিশেষ উৎসব উপলক্ষে তিনি হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছেছেন দেশের সন্তান, অর্থাৎ ভারতীয় সৈন্যদের, সঙ্গে উদযাপন করতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “আজ দীপাবলি। এই উপলক্ষে আমি হিমাচল প্রদেশে পৌঁছেছি। আমি এখন পৌঁছেছি লেপচায়। আজকের দিনটি আমি দেশের বীর সন্তান, আমাদের দেশের সৈন্যদের, সঙ্গে উদযাপন করবো।” পাশাপাশি, দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, “আমার তরফ থেকে সকল দেশবাসীকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিন যেন সবার জীবনে আনন্দ আনুক। আজকের দিন যেন সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি।” উল্লেখ্য, আজ দীপাবলি উপলক্ষে আলোময় হয়ে উঠেছে গোটা ভারতবর্ষ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উদযাপন করা হচ্ছে এই উৎসবটি। আজকের দিনে শুধু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নন, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও মন্ত্রীরাও নিজেদের এক্স হ্যান্ডেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা এসেছে বহু বলিউড ও টলিউড তারকাদের থেকেও।
আজকের দিনে বিশেষ সাজে সেজে উঠতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা। পুরো উৎসব ও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি টিভিতে। তবে স্থানীয় লোক সহ বাইরের জেলার বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে পুরো অযোধ্যাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয়েছে অজস্র পুলিশ বাহিনী এবং আজকের দিনে বহু স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও অযোধ্যায় ব্যবস্থা করা হয়েছে বিশেষ রামলীলা অনুষ্ঠানেরও।