জাতিগত জনগননাকে নিয়ে রাহুলকে কটাক্ষ অখিলেশের

অখিলেশ জানান, "এই কথাটি মনে রাখবেন। যারা আজ এক্স-রে করার কথা বলছে, তারাই কিন্তু স্বাধীনতার পর থেকে কোনরকমের কোন জাতিগত জনগণনা হতে দেয়নি। সমস্ত রাজনৈতিক দলই কিন্তু লোকসভাতে জাতিগত জনগণনা নিয়ে দাবি করেছিল, কিন্তু ওরাই একমাত্র চুপ ছিল। ওরা একবারের জন্যেও সেটার দাবি করেনি।"

কলকাতা: লোকসভা নির্বাচনকে (Lok Sabha Polls) সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলি গড়েছিল ‘ইন্ডিয়া জোট’ (INDIA Alliance)। তবে এই জোট শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই লক্ষ্য করা গেছে ফাটল। জাতীয় স্তরে একসাথে কাজ করলেও রাজ্য স্তরে একে অপরের জ্ঞাতি শত্রু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বাম-কংগ্রেস জোট (Left-Congress Alliance)। এখানেই শেষ নয়, কংগ্রেসের (Congress) সঙ্গে মতপার্থক্য লক্ষ্য করা গেছে আম আদমি পার্টিরও (Aam Aadmi Party)। এবার বেশ কয়েকদিন ধরে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) একে অপরের উপর মৌখিক তলোয়ার চালাতে দেখা যাচ্ছে। এবার তা নিলো অন্য মাত্রা। এবার ঝগড়ার বিষয় ‘জাতিগত জনগণনা’ (Caste based census)। একে অপরকে আক্রমণ করতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)।Congress,Samajwadi Party,India Alliance,Caste Based Census

সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Polls) প্রচারে গিয়ে জাতিগত গণনার প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। একটি জনসভা থেকে তিনি জানিয়েছিলেন, “যখন কোন ব্যক্তি আহত হন তখন আমরা কি করি? আমরা তাকে এক্স-রে করতে নিয়ে যাই। আমরা দেখতে চাই তার কোন হাড় ভেঙেছে কিনা।” এরপরই তিনি জানান, “ঠিক একইভাবে আমি এই জাতিগত জনগণনা কেউ এক্স-রে বলি। আমি চাই ওবিসি (OBC), দলিত (Dalit) ও আদিবাসীদের (Adivasi) জনসংখ্যার অনুপাতকে তুলে ধরুক। সরকার তাদের অংশগ্রহণকে নিশ্চিত করুক।”

কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই ময়দানে নামলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাহুল গান্ধীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি জানান, “এই কথাটি মনে রাখবেন। যারা আজ এক্স-রে করার কথা বলছে, তারাই কিন্তু স্বাধীনতার পর থেকে কোনরকমের কোন জাতিগত জনগণনা হতে দেয়নি। সমস্ত রাজনৈতিক দলই কিন্তু লোকসভাতে জাতিগত জনগণনা নিয়ে দাবি করেছিল, কিন্তু ওরাই একমাত্র চুপ ছিল। ওরা একবারের জন্যেও সেটার দাবি করেনি।” এরপর কটাক্ষের সুরে অখিলেশ যাদব প্রশ্ন করেন, “তাহলে আজ কেন জাতিগত জননা নিয়ে এত মাথাব্যথা ওদের? কেনই বা এটা করার কথা এখন বলছে ওরা? আরে এক্স-রে করার দরকার কি যেখানে আধুনিক প্রযুক্তি রয়েছে এমআরআই ও সিটি স্ক্যানের রূপে?”




Leave a Reply

Back to top button