Punjab Election- রাজনীতির ময়দানে সোনুর বোন, লড়তে চলেছেন পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে

রবিবার চন্ডিগড়(Chandigarh) থেকে ১৭০ কিলোমিটার দূরে মোগায় একটি সাংবাদিক সম্মেলনে(Press Conference) অভিনেতা সোনু সুদ(Sonu Sood) ঘোষণা করেন পাঞ্জাবের আগামী নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তার বোন মালভিকা সুদ(Malbika Sood)। পাঞ্জাবে নির্বাচন হতে চলেছে আগামী বছরের শুরুতে। সেই নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মালভিকা। তবে কোন দলের হয়ে প্রার্থী হবেন তিনি তা এখনও প্রকাশ্যে আনেনি অভিনেতা বা তার বোন।

সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির(Charanjeet Singh Channi) এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনু সুদ। তারপর থেকেই গুঞ্জন উঠেছিল পাঞ্জাবের নির্বাচন নিয়ে। অনেকে ধারণাও করেছিলেন হয়তো নির্বাচনে দাঁড়াতে চলেছেন সোনু সুদ স্বয়ং। এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা। অরবিন্দ কেজরিওয়ালই সোনু সুদকে স্কুল ছাত্রদের জন্য করা প্রোগাম “দেশ কা মেন্টারস”(Desh Ka Mentors) এর অ্যাম্বাসেডর( Ambassador) ঘোষণা করেছিলেন।

Punjab Election- রাজনীতির ময়দানে সোনু বোন, লড়তে চলেছেন পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে
Actor Sonu Sood’s sister Malvika Sood is going to contest this time in Punjab election

লকডাউনের সময় “দেশের রিয়েল লাইফ হিরো”(Real Life Hero) হয়ে উঠেছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফিরিয়ে আনা থেকে শুরু করে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা  সবকিছুই নিজের উদগ্রীবে এগিয়ে এসে ব্যবস্থা করেছিলেন এই “রিল লাইফ ভিলেন”(Reel Life Hero)। এর আগেরবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎকারের পর সংবাদমাধ্যমকে সোনু সুদ জানিয়েছিলেন, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ভিন্ন ভিন্ন দলের অনেক রাজনৈতিক নেতাই তাকে অভিবাদন জানিয়েছেন তার মানুষের পাশে দাঁড়ানোর কারণে, কিন্তু এর সঙ্গে তিনি নিজে রাজনৈতিক কোন দলে যুক্ত হবেন এমনটা নয়।

পাখির চোখ আদিবাসী ভোটব্যাঙ্ক, মধ্যপ্রদেশ নির্বাচনে ঠিক কোন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পদ্ম শিবির

অভিনেতা নিজে এরকম তো বললেও সোশ্যাল মিডিয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছে প্রকাশ করেছিল একদল নেটিজেন। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছেন সোনু সুদ স্বয়ং উপস্থিত থেকে। করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমনের সময় সাধারণ মানুষের কাছে অক্সিজেন, আবার কখনো টাকা বা খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি। নিজের তত্ত্বাবধানে একটি টিমও তৈরী করেছিলেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। তারপরে অনেকেই আশা করেছিলেন তাকে রাজনীতিতে দেখার জন্য। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অবশেষে নিজের বোন মালভিকা সুদকে নির্বাচন প্রার্থী হিসেবে ঘোষণা করলেন সোনু সুদ।




Back to top button