‘আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি,’ মমতা
২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কথা হতে পারে।

২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কথা হতে পারে।
বৈঠকের আগে তিনি বললেন, ‘১৭ তারিখে দিল্লি যাব। বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছে। সেটা ফিরিয়ে নিতে যাব। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি।’ তাঁর সংযোজন, ‘কেউ কেউ লোক কাজ ফেলে রাখেন। আমরা এটা পছন্দ করি না। বাংলায় যা হয়েছে, অনেক দেশে তাই হচ্ছে। আমরা দেশকে নেতৃত্ব দেব। বাংলাই দেশকে নেতৃত্ব দেবে।’
মুখ্যমন্ত্রী কথায়, ‘আমি চাই উত্তরবঙ্গে অনেক তথ্যপ্রযুক্তি শিল্প হোক। অনেক টুরিজম স্পট হবে। আগামী দিনে অনেক সুফল পাবেন। বাইরে কেউ বিপদে পড়লে আমরা তাঁকে সাহায্য করি। যে যেখানে আছেন, আমরা দেখে নেব। ইউক্রেনে এ যাঁরা ডক্টর পড়তেন, তাঁদের কেন্দ্রীয় সরকার বলেছিল কিছু করবে না। কিন্তু আমি করলাম। এখন তাঁরা আমার পথকে বেছে নিয়েছেন। মনে ভরসা রাখুন।’
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন তিনি। সেই বৈঠকে যোগ দেবে কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। একটি বৈঠকের তারিখও ঠিক করা হয়েছিল। কিন্তু সেই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে সেই তারিখ পিছিয়ে নতুন করে ঠিক করা হয়। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।