BANK HOLIDAYS – এক নজরে দেখে নিন, ডিসেম্বরে ব্যাঙ্কের ছুটির তালিকা

ডিসেম্বর (December) মানেই ছুটির আমেজ। ক্রিসমাস উইক (Christmas Week) ছাড়াও এই মাসে রবিবার সহ রয়েছে মোট ১২ দিনের ছুটি (Holidays)। অন্য প্রতি মাসের মতনই মাসের শুরুর আগেই আরবিআই (Reserve Bank Of India) এর তরফ থেকে ডিসেম্বর মাসের ছুটির তালিকা (List of Holidays)  প্রকাশিত হয়ে গেছে। এই ১২ দিনের মধ্যে সাতদিন বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ছুটি (Religious Holidays) এবং বাকি পাঁচদিন রবিবারের (Sunday) ছুটি।

তবে একটি নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রেই যে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে এমনটা নয়। যেমন গোয়ায় (Goa) সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের (St. Francis Javier) ফিস্টের (Feast) জন্য ছুটি দেওয়া হবে কিন্ত সেই উৎসবের জন্য হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ব্যাঙ্কগুলিকে সেদিন কোনো ছুটি দেওয়া হবে না। সাধারণত বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট দিনে উৎসব পালনের ওপর নির্ভর করেই ব্যাঙ্কের এই ছুটির তালিকা ঘোষনা করা হয়ে থাকে।

ছুটির খবর,বড়দিনের খবর,বড়দিনের বাংলা খবর,ব্যাঙ্কের ছুটির তালিকা,আগামী মাসে ব্যাঙ্কের ছুটির দিনের খবর,Holiday News,Christmas News,Bangla News Christmas,Bank Holiday List,Bank Holiday News Next Month

বিভিন্ন রাজ্যের ছুটি মিলিয়ে মোট ১২ টি ছুটির তারিখ হল :

গোয়া রাজ্যের সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব পালন করা হবে ৩ ডিসেম্বর, মেঘালয় (Meghalaya) রাজ্যে U SoSo Tham এর মৃত্যুবার্ষিকীর জন্য ছুটি থাকবে ১৮ ই ডিসেম্বর, মেঘালয় ও মিজোরাম (Mijoram) রাজ্যে ক্রিসমাস ইভ (Christmas Eve) উপলক্ষ্যে ছুটি থাকবে ২৪ শে ডিসেম্বর এবং সারা দেশে ক্রিসমাসের জন্য ২৫ ডিসেম্বর এবং নিউ ইয়ার্স ইভের (New Year’s Eve) জন্য ছুটি থাকবে ৩১ ডিসেম্বর। যদিও এইবার ২৫ শে ডিসেম্বর শনিবার পড়েছে, যেটি একইসঙ্গে ব্যাঙ্কের ক্ষেত্রে চতুর্থ শনিবার (Fourth Saturday) হিসাবেও গণ্য।

আরও পড়ুন………Rabi Ghosh – যুগ যুগ ধরে বাঙালি হৃদয়ে অমলীন রয়েছে অভিনয়, তিনিই বিখ্যাত অভিনেতা রবি ঘোষ

এছাড়াও এই মাসে সপ্তাহের শেষ (Weekend) দিন অর্থাৎ রবিবার এবং ব্যাঙ্কের দ্বিতীয় (Second)  ও চতুর্থ (Fourth) শনিবারের তারিখগুলি হল :

৫ ডিসেম্বর – রবিবার, ১১ ডিসেম্বর – মাসের দ্বিতীয় শনিবার, ১২ ডিসেম্বর- রবিবার, ১৯ ডিসেম্বর – রবিবার, ২৫ ডিসেম্বর – মাসের চতুর্থ শনিবার এবং বড়দিন, ২৬ ডিসেম্বর – রবিবার।

এই সময় অনেকেই ছুটির জন্য বাইরে ঘুরতে গেলেও অনেকেরই আবার ব্যাঙ্কে জরুরীকালীন (Emergency) কাজ থাকতেই পারে, সেক্ষেত্রে আরবিআইয়ের (RBI) এই ছুটির তালিকাটি দেখে গেলে গ্রাহকদের (Bank Holders) সুবিধার হবে। আগামী মাসের এই তালিকার কথা মাথায় রেখে গ্রাহকদের অবিলম্বে নিজের কাজগুলি সেরে ফেলা প্রয়োজন।




Back to top button