Crude Oil Price – আরও সস্তা হবে জ্বালানি তেল, জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরি

পেট্রোলিয়াম মন্ত্রী (Petrolium Minister) হরদীপ সিংহ পুরি (Hardeep Singh Puri) জানান অপরিশোধিত তেলের (Crude Oil) উচ্চতর দাম প্রবল ভাবে ক্ষতি করবে অগ্রগামী বিশ্ব অর্থনীতিতে (Global Economy)। এইনিয়ে গত মঙ্গলবার দিল্লিতে (Delhi) বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন তৈল বিপণন কেন্দ্রগুলির অধিকারীকরাও। বৈঠকে জ্বালানি তেলের বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ সূত্রের খবর অনুযায়ী ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সুতরাং তেলের দাম কমতে পারে বছরের শেষে।

পেট্রোল (Petrol) থেকে ডিজেল (Disel) সহ পেট্রোলিয়ামজাত জ্বালানির দাম বেড়ে ১০০ এর কোঠা বা তারও বেশিতে ওঠানামা করেছে বছর জুড়ে। যদিও দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলের উপর কিছুটা ছাড় দেয় কেন্দ্র সরকার। পাশাপাশি বেশ কিছু রাজ্যে ভ্যাটের (VAT) উপর ছাড় দেওয়া হয় যার জন্য ওই সব রাজ্যে আরও কিছুটা দাম কমে পেট্রোল ও ডিজেলের। কিন্তু পশ্চিমবঙ্গে না কমে ভ্যাট না কমে দাম ।এই সিদ্ধান্তের ফলে অনেক সাধারণ মানুষের সাথে বিরোধী দলও সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের।

হরদীপ সিংহ পুরির বক্তব্য,দিল্লিতে বৈঠক,কে হরদীপ সিংহ পুরি,তেলের দাম কত,তেলের দাম কমলো কতো টাকা,জ্বালানির দাম,পেট্রোলের দাম,ডিজেলের দাম,ভারতে পেট্রোলের দাম,ভারতে ডিজেলের দাম,কলকাতায় পেট্রোলের দাম,কেন্দ্রীয় সরকারের বক্তব্য,কেন্দ্রীয় সরকারের নাম,ভ্যাট কি,Statement of Hardeep Singh Puri,Meeting in Delhi,who Hardeep Singh Puri,What is the price of oil,How much is the price of oil,How much is the price of fuel,fuel price,petrol price,diesel price,petrol price in India,diesel price in India,petrol price in Kolkata,central government statement,central government Name,What is VAT

গত মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কমবে তেলের দাম তবে স্থায়ী থাকবে কতদিন সেটাই প্রশ্নের । ভারতে প্রতিদিন জ্বালানি খরচ হয় ৫৫ লক্ষ। ইতিমধ্যেই পরিশোধিত তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব। যে কারণে ভারতে তেল সহ অন্যান্য পণ্য সামগ্রীর দাম দিন দিন আকাশছোঁয়া হয়ে চলেছে। সেদিন বৈঠকে বিশ্বের সবথেকে বেশি জ্বালানি তেল ব্যবহারকারী রাষ্ট্র যথা আমেরিকা, জাপান, চিন, কোরিয়ার সঙ্গে সমঝোতার পর কেন্দ্র অপরিশোধিত তেল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন । এই সিদ্ধান্ত যে সৌদি আরব সহ ওপেক দেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে তা বেশ স্পষ্টত বোঝাই যাচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরি জানান, ভারতে প্রতিদিন ৫ মিলিয়ন ব্যারেল মজুতের চিন্তাভাবনা করা হয়েছিলো। ফলত বাজারে এর দাম স্থিতিশীল করা সহজেই যেত। কিন্তু বাধা সৃষ্টি করছে উৎপাদনকারী দেশগুলি। তিনি উৎপাদনকারী দেশগুলির উদ্দেশ্যে আরও বলেন “এই সিদ্ধান্ত নিয়েছে যে কারণেই হোক না কেনো, হয়তো তারা মনে করে যে অর্থনৈতিক লকডাউনের সময় যে কম দাম ছিল তা পূরণ করার জন্য এটি একটি ভাল সময়। এটা নিয়ে আমার একটা ভিন্ন ধারনা আছে। ধরুন কখনো কখনো আপনি যখন স্বল্পমেয়াদী লাভের জন্য সিদ্ধান্ত নেন, তখন আপনি অন্য কাউকে অনায়াসেই পরিত্যাগ করতে পারেন।” যদিও এখনও অবধি তেলের দাম পরিবর্তন হয়নি ভারতে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতায়ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা।




Back to top button