Group Captain Varun Singh: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেরিয়ে এসেও মিলল না রেহাই, প্রয়াত সেই একমাত্র জীবিত আরোহী

সমাপ্তি ঘটলো একটা যুদ্ধের(War)। এই যুদ্ধ কোনো দেশের সঙ্গে নয়, তাঁর নিজের সঙ্গে। কারণ, এই যুদ্ধ তাঁর বেঁচে থাকার লড়াই। হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত আরোহীকে হারিয়ে ফেললো ভারত। ৮ই ডিসেম্বর কুনুরে(Kunur) হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash) একমাত্র জীবিত ব্যাক্তি, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ(Group Captain Varun Singh) প্রয়াত(Died)। আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে(Hospital) ভর্তি ছিলেন। দুর্ঘটনার পর থেকে নিজের দেহকে আমৃত্যু লড়াই করেছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।

Group Captain Varun Singh Dies,Chopper Crash in india,Injured In Chopper Crash,Group Captain,Chopper Crash,বেঙ্গালুরুর হাসপাতাল,গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং,গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যু,চপার দুর্ঘটনা,কুন্নুরে কপ্টার দুর্ঘটনা,Bengali News,বাংলা খবর,Group Captain Varun Singh

উল্লেখ্য, গত ৮ই ডিসেম্বর তামিলনাডুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশ্যে আকাশ পথে এমআই ১৭, ভি-৫ হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ ১৪ জন সেনা অফিসার। বেলা ১২টা নাগাদ হটাৎই দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে কপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি এমনিতেই অনেকটাই পাহাড় ঘেঁষে যাচ্ছিল। এমতাবস্থায় হটাৎই আবহাওয়া পরিবর্তনের জেরে গোটা আকাশ জুড়েই মেঘ এবং কুয়াশার সৃষ্টি হয়। সেই সময়ই হেলিকপ্টারটি সেই কুয়াশা ও মেঘের মধ্যে অদৃশ্য হয়ে পড়ে এবং একটি গাছে ধাক্কা লাগার জেরে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। চিকিৎসক সূত্রে জানা যায়, তাঁর শরীরের ৪৫ শতাংশ অংশই পুড়ে যায়।

আরও পড়ুন….CDS Bipin Rawat: ভারতের বক্ষ জুড়ে স্বর্ণাক্ষরে থাকবে তাঁর নাম, ফিরে দেখা সেই প্রতিটি বিজয়ী মুহূর্ত

দুর্ঘটনার পরই তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। উল্লেখ্য, ক্ষণিকের জন্য প্রাণে বেঁচে গেলেও, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ে আজ হেরে গেলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে একটি টুইট করে তিনি লিখেছেন, “গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে নিজের জাতি ও দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। দেশের জন্য তাঁর সেবা কখনোই ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

পাশাপাশি, গ্রপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ভারতের বায়ু সেনার অন্দরে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে একটি টুইট করেছে ভারতীয় বায়ুসেনাও। প্রসঙ্গত, হেলিকপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন। তাঁর মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৩ জনের আগেই মৃত্যু ঘটে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেন বরুণকে। তিনিই ছিলেন একমাত্র আশা। ছেলে জয়ী হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছিলেন বরুণের বাবা প্রাক্তন কর্নেল কে পি সিংহ। কিন্তু টানা সাতদিন ধরে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে হেরে গেলেন তিনি।




Back to top button