Year Ender 2021: জেনে নিন এই বছরে জনকল্যাণের জন্য প্রধানমন্ত্রীর সেরা পাঁচ যোজনার তালিকা

বর্তমান করোনা পরিস্থিতিতে (Corona Pandemic) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন স্তরের মানুষের ত্রাণের জন্য  বিভিন্ন প্রকল্প চালু করছেন।

 

১) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (PMGKP) বীমা প্রকল্প –

প্রধানমন্ত্রী যোজনার খবর,এ বছরের সেরা পাঁচ যোজনার খবর,কেন্দ্রীয় সরকারের যোজনার খবর,শ্রমিক কার্ডের খবর,দেশের বিভিন্ন যোজনার খবর,প্রান্তিক মানুষের বিভিন্ন সুবিধার খবর,News of Prime Minister's Scheme,News of the Top Five Schemes of the Year,News of Central Government Schemes,News of Workers' Cards,News of Various Schemes of the Country,News of Different Benefits of Marginal People

এই মহামারী পরিস্থিতিতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ও এই ভয়াবহ যুদ্ধ জিততে সহায়তা করেছেন। কেন্দ্রীয় সরকার ২০২০ সালের ২৪ শে এপ্রিল স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (PMGKP) বীমা প্রকল্প’ চালু করেছিলেন, চলতি বছরের ১লা জুন তা এক বছরের জন্য বর্ধিত করেছেন। কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং প্রাইভেট হেলথ ওয়ার্কার সহ সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীকে মোট ৫০ লক্ষ টাকার ব্যাপক ব্যক্তিগত দুর্ঘটনার বীমা প্রদান করেন।

 

২) ই-শ্রম পোর্টাল –

প্রধানমন্ত্রী যোজনার খবর,এ বছরের সেরা পাঁচ যোজনার খবর,কেন্দ্রীয় সরকারের যোজনার খবর,শ্রমিক কার্ডের খবর,দেশের বিভিন্ন যোজনার খবর,প্রান্তিক মানুষের বিভিন্ন সুবিধার খবর,News of Prime Minister's Scheme,News of the Top Five Schemes of the Year,News of Central Government Schemes,News of Workers' Cards,News of Various Schemes of the Country,News of Different Benefits of Marginal People

প্রধানমন্ত্রী দেশের সমস্ত অসংগঠিত শ্রমিকদের একটি ডেটাবেস তৈরি করার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন। এই পোর্টাল এ কৃষক/শ্রমিক/টোটো-অটো-রিকশাচালক চালক/ড্রাইভার/কন্ডাকটর/নির্মাণ কর্মী/ প্রাইভেট টিচার/আশা কর্মী/অঙ্গনওয়াড়ি কর্মী/ , রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল খাবার শ্রমিক, ইট ভাটা শ্রমিক, মুচি, গৃহকর্মী, ওয়াশার পুরুষ, গৃহ ভিত্তিক কর্মী, নিজস্ব হিসাব কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল শ্রমিক বা অনুরূপ অন্যান্য পেশায় যুক্ত শ্রমিক থেকে শুরু করে প্রায় সমস্ত অসংগঠিত শ্রমিকেরা এই কার্ডের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এই কার্ডের সাহায্যে কোনও কারণে শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বা কোনো দুর্ঘটনায় ঐ শ্রমিক বিকলাঙ্গ হয়ে গেলে সরকারের তরফ থেকে  একই টাকা দেওয়া হবে। তবে দুর্ঘটনায় ব্যক্তি আংশিক শারীরিকভাবে অক্ষম হলে, তিনি  ১ লক্ষ টাকা করে পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana)- এর মাধ্যমে মাসিক ৩০০০ টাকা ভাতা পেতে পারেন।

 

৩) গ্রাম উজালা স্কিম –

প্রধানমন্ত্রী যোজনার খবর,এ বছরের সেরা পাঁচ যোজনার খবর,কেন্দ্রীয় সরকারের যোজনার খবর,শ্রমিক কার্ডের খবর,দেশের বিভিন্ন যোজনার খবর,প্রান্তিক মানুষের বিভিন্ন সুবিধার খবর,News of Prime Minister's Scheme,News of the Top Five Schemes of the Year,News of Central Government Schemes,News of Workers' Cards,News of Various Schemes of the Country,News of Different Benefits of Marginal People

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়াসে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং ‘গ্রাম উজালা’ (Gram Ujjala) প্রকল্প চালু করেছিলেন। এই উদ্যোগের অধীনে, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের পাঁচটি রাজ্যের ২,৫৭৯ টি গ্রামে ১০ টাকায় উচ্চ ভর্তুকিযুক্ত হারে এলইডি বাল্ব (LED Bulb) বিতরণ করা হবে।

 

৪) পি এম মেন্টরিং যুব স্কিম –

প্রধানমন্ত্রী যোজনার খবর,এ বছরের সেরা পাঁচ যোজনার খবর,কেন্দ্রীয় সরকারের যোজনার খবর,শ্রমিক কার্ডের খবর,দেশের বিভিন্ন যোজনার খবর,প্রান্তিক মানুষের বিভিন্ন সুবিধার খবর,News of Prime Minister's Scheme,News of the Top Five Schemes of the Year,News of Central Government Schemes,News of Workers' Cards,News of Various Schemes of the Country,News of Different Benefits of Marginal People

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বছর তরুণ লেখকদের প্রশিক্ষণের জন্য যুব প্রকল্প ঘোষণা করেছিলেন। এটি তরুণ লেখক এবং লেখকদের অনুপ্রেরণা প্রদানের জন্য একটি পরামর্শমূলক স্কিম। এই প্রকল্পের লক্ষ্য হল ৩০ বছরের কম বয়সী ৭৫ জন উচ্চাকাঙ্ক্ষী লেখকদের প্রশিক্ষণ প্রদান করা।

 

৫)  পিএম দক্ষ যোজনা –

প্রধানমন্ত্রী যোজনার খবর,এ বছরের সেরা পাঁচ যোজনার খবর,কেন্দ্রীয় সরকারের যোজনার খবর,শ্রমিক কার্ডের খবর,দেশের বিভিন্ন যোজনার খবর,প্রান্তিক মানুষের বিভিন্ন সুবিধার খবর,News of Prime Minister's Scheme,News of the Top Five Schemes of the Year,News of Central Government Schemes,News of Workers' Cards,News of Various Schemes of the Country,News of Different Benefits of Marginal People

চলতি বছরের ৮ ই অগাস্ট এই যোজনা চালু করা হয়েছিল। এই স্কিমের  এসসি (SC) সম্প্রদায়ের সদস্য এবং ওবিসি (OBC) সম্প্রদায়ের দরিদ্র অংশ, স্যানিটেশন কর্মীদের সমন্বয়ে এর লক্ষ্য গোষ্ঠীর দক্ষতার স্তর উন্নত করা। পিএম দক্ষিণ যোজনা হল এসসি, ওবিসি, ইবিসি, ডিএনটি, বর্জ্য বাছাইকারী সহ স্যানিটেশন কর্মীসহ প্রান্তিক ব্যক্তিদের দক্ষতার জন্য একটি জাতীয় কর্ম পরিকল্পনা।




Back to top button