Covid Vaccine Registration- শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের ভাসাসিনেশন, দেখে নিন রেজিস্ট্রেশন পদ্ধতি

প্রত্যুষা সরকার, কলকাতা : গত শনিবার বড়দিন উদযাপনে ব্যস্ত ছিলদেশবাসী। হঠাতই নমো নিয়ে আসল এক স্বস্তির খবর। ইতিমধ্যে খুলে গেছে অনেক স্কুল, কলেজ। তবে এখনো হয়নি কিশোর-কিশোরীদের টিকাকরণ। এই নিয়েই চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। এই চিন্তার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী এ দিন ঘোষণা করেন ১৫ বছর থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদের টিকাকরণের তারিখ। নতুন বছরে ৩ জানুয়ারি থেকে শুরু হবে ১৫ থেকে ১৮ বছর বয়সের টিকাকরণ। এর পাশাপাশি দেশের স্বাস্থ্য কর্মী ও জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিদের কভিদ বুস্টার ডোজও দেওয়া হবে আগামী ১০ জানুয়ারি থেকে ।
টিকাকরণ এর আগে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে নাম নথিভুক্তর কাজ। আগের মতোই করোনার টিকা পাওয়ার জন্য আগে নিজের নাম নথিভুক্ত করতে হবে cowin প্লাটফর্ম থেকেই। ১ জানুয়ারি ২০২২ থেকেই স্মার্টফোনে থাকা cowin অ্যাপ বা cowin এর পোর্টালে গিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা তাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপাতত, ১৫ থেকে ১৮ বছর বয়সীরা শুধুমাত্র ভারত বায়োটেক এর covaxin এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে cowin এর প্লাটফর্মে।
আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীরা তাদের নাম cowin এর প্লাটফর্মে করোনা টিকার জন্য নাম নথিভূক্ত করবেন । একটি মোবাইল ফোন থেকে সর্বাধিক চারজন করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আগামী ১ জানুয়ারি থেকেই শুরু হবে টিকা করনের জন্য নাম নথিভুক্তিকরণ। Cowin প্ল্যাটফর্মের নাম নথিভুক্ত করার জন্য লাগবে গ্রহীতার আধার কার্ড। যাদের কাছে আধার কার্ড নেই তারা আধার কার্ড এর পরিবর্তে আলাদাভাবে স্টুডেন্ট আইডি কার্ডের সাহায্য টিকা করনের জন্য cowin এ নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।
আরও পড়ুনঃ ওমিক্রন দাবানলের মধ্যেই টান পড়লো টিকার ভাঁড়ারে
নাম নথিভুক্তের পর শিশু,কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার জন্য যেতে হবে নিকটতম অনুমোদিত কেন্দ্রগুলিতে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকারগুলি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সেইদিনই অর্থাৎ ২৫ ডিসেম্বর ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) -র তরফে ১২ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য covaxin- কে অনুমোদন দিয়েছেন। যদিও ভারত বায়োটেকের Covaxin ছাড়াও জাইডাস ক্যাডিলার zy cov- D ভ্যাকসিনও জরুরী ভিত্তিতে শিশুদের ব্যবহারের জন্য অনুমোদিত।তবে এই ক্যাডিলা zy cov- D ভ্যাকসিন শিশু-কিশোর-কিশোরীদের আগে প্রাপ্ত বয়সে দেওয়া হবে বলে জানা গেছে।