মিস করলেই আফসোস! মুক্তির অপেক্ষায় বলিউডের এই ৫ ধামাকাদার সিনেমা, রইল তালিকা
এই তো সেদিন শুরু হল ২০২১ সাল, আর দেখতে দেখতে এখন সেপ্টেম্বর। অতিমারীর কারণে গত কয়েক মাস বন্ধ ছিল সিনেমা হল, আর এর প্রভাব সরাসরি যে টিনসেল টাউনে পড়েছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই ঘুরে দাঁড়াচ্ছে বলিউড। আর কদিন পরেই শুরু হবে উৎসবের মরসুম। মিলবে দেদার ছুটিও, তাই আজ ‘দ্য বেঙ্গলি ক্রনিক্যাল’ এর পর্দায় রইল ৫ ধামাকাদার সিনেমার হৃদিশ যেগুলি মুক্তি পেতে চলেছে খুব শিগগিরই।
১. লাল সিং চড্ডা –
আমির খান বছরে একটিই ছবি করেন আর সেটি যে সুপারহিট হবেই তা ইতিহাস বলছে। গত বেশ কয়েক বছর বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে পর্দায় দেখা যায়নি। অপেক্ষার অবসান, চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এ হিন্দি সংস্করণ ‘লাল সিংহ চড্ডা’। ২০২০ সালেই এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু অতিমারীর কারণে দিন পিছিয়ে যায়।
২. গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি –
সঞ্জয় লীলা বনসালীর পরিচালনায় আলিয়া ভট্ট অভিনীত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই। মুম্বইয়ের কুখ্যাত যৌনকর্মী তথা মাফিয়া গাঙ্গুবাঈ এর জীবনীই এই ছবির মূল বিষয়। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির পোস্টার।
৩. আটরঙ্গী রে –
সারা আলি খান, অক্ষয়কুমার এবং ধনুষ অভিনীত ‘আটরঙ্গী রে’-তে দুই নায়কের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সইফকন্যাকে। এই ছবির শ্যুটিং হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলে, ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
৪. ব্রহ্মাস্ত্র –
রিয়েল লাইফ জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায়৷ গিত ডিসেম্বরেই ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অতিমারীর কারণে তা পিছিয়ে যায়। ২০২১ এই মুক্তি পেতে চলেছে এই ছবি। এই সিনেমায় দেখা যাবে বিগবি অমিতাভ বচ্চনকেও।
৫. ময়দান –
‘ময়দান’ ছবি দিয়েই বেশ কয়েক বছর পর প্রযোজনায় ফিরছেন বনি কপূর। ১৯৫০ থেকে ১৯৬৩ অবধি আমৃত্যু ভারতের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকা সৈয়দ আব্দুল রহিমের জীবনীই ‘ময়দান’ এর গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। পরিচালনা করবেন অমিত রবিন্দরনাথ। চলতি বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।