বলিউডে প্রবেশ করতে ছেড়েছেন মা-বাবার দেওয়া নাম! রইল নাম পরিবর্তন করা বলি অভিনেত্রীদের তালিকা
বলিউড শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে গ্ল্যামারাস একটা জগৎ। অনেকেই ছোট থেকে বলিউডের হিরো বা হিরোইন হবার স্বপ্ন দেখেন। তবে সেই জায়গায় পৌঁছাতে যথেষ্ট কষ্ট করতে হয়। আবার একবার পৌঁছে গেলেই যে কাজ শেষ তা হয়। বলিউডের লাইম লাইটে থাকতে হলে জিনিকে প্রমাণ করতে হয় প্রতি মুহূর্তে। আর নিজেকে প্রমাণ করা মানে যে শুধু সৌন্দর্য আর আকর্ষণীয় চেহারা তা কিন্তু নয়!
অনেকেই ভাবেন সুন্দর মুখশ্রীর সাথে সেক্সী ফিগার আর সাথে অভিনয়ের ক্ষমতা থাকলেই হয়তো বলিউডে সুযোগ পাওয়া সম্ভব। কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার পছন্দের সেলিব্রিটিরা কি আদৌ আসল? মানে তাদের যে নাম চেনেন আপনারা সেই নামগুলি কি তাদের আসল নাম নাকি সেগুলোও মেকাপের মত লোক দেখানো?
বলিউডে এমন অনেক অনেক অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের আসল নাম পাল্টে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। নাহলে ইন্ডাস্ট্রিতে আসার পর নিজের আসল নাম পরিবর্তন করেছেন। আজ সেই ধরণের বেশ কিছু অভিনেত্রীদের বলিউডের নামের পাশাপাশি আসল নাম জানাবো আপনাদের।
১. শ্রীদেবী
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যেই একজন হলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। অভিনয় থেকে নাচ সবকিছুতেই সেরা ছিলেন শ্রীদেবী। তবে অভিনেত্রীর আসল নাম কিন্তু এটা নয়। শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা যজ্ঞের আইয়াপাম।
২. রেখা
বি-টাউনে যেসব অভিনেত্রীদের নিয়ে চর্চার শেষ নেই তাদের মধ্যে অন্যতম হলেন রেখা। একাধিক অভিনেতার সাথে সম্পর্ক থেকে রেখার বিয়ের রহস্য আজ চর্চার বিষয়। তবে জানেন কি বলিউডের রেখার আসল নামটা কিন্তু অন্য। রেখার আসল নাম ভানুরেখা গনেশান।
৩. রীমা লাগু
আশির দশকে বলিউডে প্রবেশ করেছিলেন রীমা লাগু। একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেছেন। ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর আসল নাম ছিল নয়ন ভাদভাদে।
৪. মল্লিকা শেরাওয়াত
লাস্যময়ী ফিগারের অভিনেত্রী বলতে যার কথা আগেই মাথায় আসে তিনি হলেন মল্লিকা শেরাওয়াত। বলিউডের জালেবি বাই মল্লিকার আসল নাম কিন্তু একেবারেল আলাদা। বলিউডে কেরিয়ার শুরু আগে মল্লিকার নাম ছিল রীমা লাম্বা।
৫. ক্যাটরিনা কাইফ
চিকনি চামেলী গান নিশ্চই মনে আছে সকলেরই। আর চিকনি চামেলী গানে আইটেম ডান্স করে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু জানলে অবাক হবেন ক্যাটরিনা কাইফ কিন্তু অভিনেত্রীর আসল নাম মোটেই নয়। ক্যাটরিনার আসল নাম ক্যাটরিনা তোরকোট।