সুপারহিট হয়েও জায়গা মেলেনি বলিউডে! রইল এমন ৫ বলি তারকার পরিচয়
বলিউডের অভিনেতা বা অভিনেত্রী হবার স্বপ্ন দেখেন অনেকেই। প্রতিবছর বলিউডে নাম করার স্বপ্ন নিয়ে হাজারো ছেলে মেয়ে হাজির হয়। কঠিন পরিশ্রম আর লড়াইয়ের মাধ্যমে নিজেদের জায়গা তৈরী করে নিতে হয় বলিউডে। তবে এক আধটা ছবি হিট হলেই যে জনপ্রিয়তা পাওয়া যায় তা কিন্তু নয়। অনেক এমন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একসময় বলিউডে বেশ জনপ্রিয় হলেও আজ তারা অভিনয় জগতের সাথে সম্পর্কে নেই। আজ আপনাদের এমনই কিছু অভিনেতা অভিনেত্রী সাথে পরিচয় করবো। যারা একসময় বলিউডে সুপারহিট হলেও বর্তমানে বলিউডের সিনেমায় আর দেখা যায়না তাদের।
প্রাচী দেশাই
সুন্দর মুখশ্রী আর সাথে অভিনয়ে দক্ষতা দুটোই রয়েছে অভিনেত্রী প্রাচী দেশাইয়ের মধ্যে। ‘ওয়ানস আপঅন এ টাইম ইন মুম্বাই’ ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছিল অনেকেই। তবে বেশ কিছু সুপারহিট ছবি করার পরেও বলিউড থেকে হারিয়ে গিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাকে আর কোনো বলিউডের ছবিতেই দেখা যায়না।
ভূমিকা চাওলা
বলিউডের সুন্দরী অভিনেত্রী ভূমিকা চাওলা। দখিনিত ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বলিউডের বিখ্যাত ছবি ‘তেরে নাম’ এ অভিনয় করেছিলেন ভূমিকা। সালমান খানের সাথে ভূমিকার এই ছবি সুপার হিট হয়েছিল। এমনকি এখনও অনেকেই ছবিটি মনে রেখেছেন। কিন্তু বলিউডের হিট ছবি দিয়েও ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেননি অভিনেত্রী।
রনিত রায়
বর্তমানের বিখ্যাত টেলিভিশন অভিনেতা রনিত রায়। তবে টেলিভিশন সিরিয়েল বা রিয়্যালিটি শো এর আগে বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এমনকি দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্ম ফ্লেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন অভিনেতা। তবে প্রতিভা থাকলেও বলিউডে সেভাবে জায়গা তৈরী করতে পারেননি অভিনেতা।
তনুশ্রী দত্ত
বলিউডের বাঙালি অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তনুশ্রী দত্ত। ২০০৪ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছিলেন তনুশ্রী। বলিউডে একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তার মধ্যে উল্লেখ্য কয়েকটি হল – আশিক বানায়া, ঢোল ইত্যাদি। তবে ‘Horn Ok Please’ নামের ছবি তৈরির সাথে তার সাথে নোংরা ব্যবহার করেন নানা পাটেকার এমনটাই অভিযোগ তোলেন অভিনেত্রী। সেই থেকেই বলিউডের কোনো ছবিতে আর দেখা যায়নি তাকে।
অনু আগরওয়াল
নব্বইয়ের দশকের অভিনেত্রী অনু আগরওয়াল। ১৯৯০ এর বিখ্যাত ছবি আশিকি-তে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অনু। তবে ১৯৯৯ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রায় একমাস কোমায় থাকার পর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় তার। কোমা থেকে সুস্থ হয়ে ওঠার পর আর অভিনয় জগতে প্রবেশ করেননি অভিনেত্রী।