নেই কোনো বিয়ের বালাই! এই ৫ সেলিব্রিটিরা বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়ে পেতেছেন সংসার

‘স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার’ এই কথাটা অনেকেই শুনেছেন। কিন্তু সুখী পরিবার হতে গেলে কি সত্যিই স্বামী লাগে বা বিয়ে করতেই হয়? এই প্রশ্নের উত্তর নানা জনের কাছে ভিন্ন হতেই পারে। তবে বলিউডে এমন কিছুটারকে রয়েছেন যারা বিয়ে না করেও দিব্যি সংসার করেছেন। বা বলা ভালো স্বামী না থাকলেও সন্তানের জন্মদিয়ে সংসার পেতেছেন। আজ সেই তারকাদের তালিকা নিয়েই হাজির হয়েছি।

সুস্মিতা সেন (Sushmita Sen)

Sushmita Sen with her Daughters

২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন অভিনেত্রী। এরপর বিয়ে না করেই ২০১০ সালে  দুটি সন্তান দত্তক নেন অভিনেত্রী। অভিনেত্রীর দুই মেয়ের নাম রিনি সেন ও আলিশা  সেন। তবে সন্তান দত্তক নিলেও বিয়ে করেননি অভিনেত্রী।

রাবিনা টন্ডন (Raveena Tandon)

Sushmita Sen with her Daughters

বলিউডের সুন্দরী অভিনেত্রী রাবিনা টন্ডন। অভিনেতা অক্ষয় কুমারের সাথে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক গুঞ্জন শোনা যেত বি টাউনে। তবে রাবিনাকে নয় টুইংকেল খান্নাকে বিয়ে করেছেন অক্ষয়। এদিকে ১৯৯৫ সালে ২১ বছর বয়সে দুটি মেয়ে দত্তক নেন অভিনেত্রী। তার দুই মেয়ে পূজা ও ছায়াকে নিয়েই তিনি দিব্যি সংসার শুরু করেন। অবশ্য পরে অনিল থাদানিকে বিয়ে করেছেন অভিনেত্রী।

নীনা গুপ্ত (Neena Gupta)

Neena Gupta with daughter

আশির দশকে ভিভিয়ান রিচার্ডসের সাথে সম্পর্কে থাকাকালীন কন্যা সন্তানের জন্মদিন অভিনেত্রী নীনা গুপ্ত। তবে মেয়ে মাসাবা গুপ্তকে নিজের পরিচয়েই বড় করে তুলেছেন অভিনেত্রী। বিয়ে না করে সিঙ্গেল মাদার হিসাবেই দীর্ঘদিন কাটিয়েছেন অভিনেত্রী। পরে বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা।

ম্যাডোনা (Madonna)

Madona with her 6 kids (1)

হলিউডের পপ তারকা ম্যাডোনা। গায়িকার গানের দিওনা গোটা দুনিয়া। তবে অভিনেত্রীর বৈবাহিক সম্পর্ক রয়েছে একাধিক। প্রথ বিয়ের পর দুটি সন্তান হয়েছিল ম্যাডোনার। তবে সেই বিয়ে ভেঙে যায়। এরপর প্রথমে ২০০৬ সালে ও তারপর ২০০৯ সালে দুই মেয়েকে দত্তক নেন। এখানেই শেষ নোই ২০১৭ সালে যমজ দুই মেয়ে ইস্টার ও স্টেলাকেও দত্তক নেন ম্যাডোনা। বর্তমানে ৬টি সন্তান রয়েছে তার।

কল্কি কোচলিন (Kalki Koechlin)

Kalki Koechlin with daughter

বলিউড অভিনেত্রী  কল্কি কোচলিন। অভিনেত্রী তার প্রেমিক গাই হার্সবার্গের সাথে সম্পর্ক রয়েছেন। এর আগে বলিউড প্রযোজক অনুরাগ কাশ্যপের সাথে ৪ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছেন অভিনেত্রী। তবে প্রেমিকের সাথে বিয়ের আগেই কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।




Back to top button