প্রযোজকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ খড়কুটো-র চিনির, অভিযোগ নস্যাৎ প্রযোজকের

টলিউডে টালবাহানা। অভিনয় জগৎ বাইরে থেকে যতটাই স্বপ্নের মতো, গ্ল্যামারে পরিপূর্ন ভেতরে ততোই জটিলতা। এর আগে বলিউড ও #metoo নিয়ে মুখ খুলেছে, আন্দোলন করেছে। কিন্তু টলিউডে তেমন আওয়াজ শোনা যায় না এই নিয়ে। তবে, সম্প্রতি প্রযোজক পরিচালকদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra)।
আরও পড়ুন অনিশ্চয়তায় কপিল শর্মার শো, অভিনেতারা সরে দাঁড়াচ্ছেন কপিলের থেকে
খড়কুটো (KhorKuto) ধারাবাহিকের চিনিকে তো সকলেই চেনেন। ধারাবাহিকের তার এই মিষ্টি চরিত্রের জন্য তাঁকে ভালোবেসেছেন দর্শকরাও। কথা হচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের (Priyanka Mitra)। দুদিন আগেই টেলিপাড়ার এই মিষ্টি নায়িকা প্রযোজক সুশান্ত দাসের (Susanta Das) বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনেন। প্রসঙ্গত এই ছদ্মবেশী সিরিয়ালের প্রযোজক ছিলেন সুশান্ত দাস (Susanta Das)। ছদ্মবেশী ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেন প্রিয়াঙ্কা (Priyanka Mitra)। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন সুশান্ত দাস ও পরিচালক ছিলেন পীযূষ ঘোষ। প্রিয়াঙ্কার অভিযোগ ওই সিরিয়ালের প্রযোজক এবং পরিচালক তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করেছিলেন। যার কারণে মাঝপথে ধারাবাহিক তিনি ছেড়ে দেন শুধু তাই নয় এমন এক অভিজ্ঞতার কারণে নিজেকে ইন্ডাস্ট্রি থেকে দুবছরের বেশি সময় সরিয়ে রাখেন।
প্রিয়াঙ্কার এই মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়ে টেলিপাড়ায়। আসলে সুশান্ত দাস এই মুহূর্তে টেলিপাড়ার প্রথম সারির পরিচালক। শুধু তাই নয় তাঁর প্রযোজনা সংস্থা বরাবরই নতুনদের নিয়ে কাজ করে ও নতুনদের সুযোগ করে দেয়। যার দৃষ্টান্ত হচ্ছে ‘অপরাজিতা অপু’(Aparajita Apu), ‘আলতা ফড়িং’ (Alta Phoring), ‘গ্রামের রানী বীণাপানি’ (Gramer Rani Binapani)‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘উমা’র (Uma) মতো জনপ্রিয় শোগুলি। এসব কটি ধারাবাহিকের লিড হচ্ছে নতুন মুখ।
তবে, সুশান্ত দাসের পাশে দাঁড়িয়েছেন টেলিভিশনের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। মিশমী দাস, রিমঝিম মিত্ররা জানিয়েছেন সুশান্ত দাস সাধ্যের বাইরে গিয়েও সহযোগিতা করে থাকেন সহ অভিনেতা-অভিনেত্রীদের। এককথায় বলতে গেলে সবাই প্রিয়াঙ্কা মিত্রের বিরুদ্ধেই কথা বলছেন সুশান্ত দাসকে নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য সামনে আসার পর থেকে।
এই প্রসঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের (Priyanka Mitra) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই ধরনের কোনও পোস্ট তিনি দেখেননি, তিনি শ্যুটিং-এ আছেন বলে ফোন রেখে দেন।”
আরও পড়ুন অপরাজিতার ভোলবদল! শাড়ি ছেড়ে সর্দারজীর বেশে ‘লক্ষ্মী কাকিমা’, শোরগোল নেটপাড়ায়