“মেয়েলি স্বভাবের কারণে স্কুলেই শিকার যৌন হেনস্থার”, পুরানো স্মৃতি মনে করতেই চোখে জল স্যান্ডির

মন্টি শীল, কলকাতা : যারা অন্তত নুন্যতম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তার এই ব্যক্তির সঙ্গে বিশেষ ভাবে পরিচিত। নেট দুনিয়াতে ইনি একজন ভাইরাল সেনসেশন হিসেবে পরিচিত। এমনকি তরুণ সমাজেও বিশেষ ভাবে পরিচিত এই ভাইরাল সেনসেশন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, এই জনপ্রিয় ভাইরাল সেনসেশনের নাম হল স্যান্ডি সাহা (Sandy Saha)। নেট দুনিয়াতে তার ব্যবহার, তার কথা বলার ধরন, তার স্বভাব বিশেষ ভাবে তরুণ সমাজের কাছে বিশেষ ভাবে জনপ্রিয়।
স্যান্ডি সাহা (Sandy Saha) বিশেষত পরিচিত একজন ইউটিউবার হিসেবে। কিন্তু প্রথমে তিনি তার পরিচিতি তৈরী করেছিলেন একজন কনটেন্ট ক্রিয়েটার হিসেবে। কিন্তু একজন কনটেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত গড়ে তুললেও তার শুরু মোটেও সহজ ছিল না। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে স্যান্ডি আজ এই জনপ্রিয়তার শীর্ষে এসে পৌছেছেন। সম্প্রতি এই জনপ্রিয় ইউটিউবার তথা ভাইরাল সেনসেশন স্যান্ডি সাহা (Sandy Saha) জোশ টক এর মঞ্চে তার জীবন যাত্রা সম্পর্কে অকপট স্বীকারোক্তি প্রদান করেন।
স্যান্ডি-র ওই টক শোতে মূলত জানিয়েছেন, ‘তার ব্যবহার, তার কথাবার্তার ধরন, তার আচার আচরণ এমনকি তার স্বভাব ছিল একজন মেয়েদের মতো। যার দরুন শুধুমাত্র সমাজেই নয়, পারিবারিক দিক থেকেও বিভিন্ন রকমের কটূক্তি শুনতে হয়েছিল তাকে।’ স্যান্ডি বলেছেন, ‘তিনি একজন পুরুষ হলেও আসলে কখনোই সেই ধরনের ছিলেন না।’ তবে শুধু মাত্র পারিবারিক বা সামাজিক জীবনেই নয় স্কুল জীবনেও এই ভাইরাল সেনসেশনকে তার মেয়েলি স্বভাবের জন্য একাধিক হেনস্থার শিকার হতে হয়েছে।
স্যান্ডি এই টক শো তে সেই বিষয় নিয়েও মন্তব্য করেছেন। তার বক্তব্য, ‘স্কুলের সিনিয়রদের দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হয়েছেন তিনি। এমনকি তাদের কাছে হাস্যকর বিষয় হয়ে উঠেছিলেন স্যান্ডি। শুধু তাই নয়, স্কুল ছুটি হওয়ার পর বিভিন্ন রকম ভাবে শারীরিক নির্যাতনও (Abuse physically) করা হয় তাকে। এমনকি এই হেনস্থা একটা সময় এমন পর্যায়ে পৌছে গিয়েছিল যে তিনি আত্মহত্যার (Attempt Suicide) ও চেষ্টা করেন।’ স্যান্ডি সাহা তার ভিডিওর দরুন সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চিত থাকেন। এমনকি বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার দরুন নেটিজেনদের কটূক্তির শিকারও হতে হয়েছে তাকে। এমনকি সম্প্রতি টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্তবিলাস মেসবাড়ি’ তেও দেখা গিয়েছে স্যান্ডি। কিন্তু সম্প্রতি এই ভাইরাল সেনসেশনের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সামনে আসার পর নেট দুনিয়াতে সেই ভিডিও যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তা বলতে বাকি নেই।