দূরত্ব বুঝি ঘুচল! ফের একসাথে কামেরাবন্দি সুস্মিতা-রোহমান

২০২১ সালের ডিসেম্বরেই পথ আলাদা হয়েছিল সুস্মিতা সেন (Sushmita Sen) আর রোহমান শলের। তবে, সোমবার ফের একসাথে দেখা মিলল তাঁদের। তবে এটা ছিল না কোনও সৌজন্য সাক্ষাৎ, বরং রোমন-সুস্মিতার (Sushmita Sen) সাথে দেখা গেল তাঁর ছোট মেয়েকেও। সাথে ঘিরে ধরা ভক্তদের থেকে প্রাক্তন প্রেমিকাকে বাঁচাতে দু’হাতে তাঁকে আগলে রাখলেন রোহমান ।
‘দূরত্ব কি তবে ঘুচল?’, এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। কেন এই বিচ্ছেদ হয়েছিল সে খবর সামনে আনেনি কেউই। তবে এদিন তাঁদের একসাথে দেখে অনেকেরই মন খুশিতে যাকে বলে নেচে উঠল। দুই লাভবার্ডের মিল হওয়ার আশাতেই বুক বেঁধেছে তাঁরা।
এদিন প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুস্মিতা সেন (Sushmita Sen)। তাঁদের একটি ক্লিনিক থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিল সুস্মিতার (Sushmita Sen) এক কন্যাও। বিশ্বসুন্দরীকে দেখেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। আর ভিড়ের মাঝে অভিনেত্রীকে কার্যত আগলে রাখতে দেখা যায় রোহমানকে। পাপারাজ্জিদের পোস্ট করা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা। কমেন্টে ইতিমধ্যেই তাঁরা লিখেছেন, ‘ওরা কি তবে এক হলেন ফের?’ আবার কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন, ‘সম্পর্ক কি জুড়ল?’ কোনও কোনও নেট নাগরিক আবার কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ কেউ লেখেন, ‘এই তো কয়েকদিন আগে ব্রেকআপের পোস্ট করলেন। এখনই ফের একসঙ্গে! কী সংশয় রে বাবা।’ কেউ লেখেন, ‘ব্রেকআপও করা আবার একসঙ্গেও থাকা। কী যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।’ যদিও এই ভিডিও প্রসঙ্গে কিংবা রোহমান শলের সঙ্গে সম্পর্কের দূরত্ব কেটে গিয়ে তাঁরা ফের এক হয়েছেন কিনা, সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সুস্মিতা সেন।
প্রসঙ্গত, বিচ্ছেদের খবর জানাতে নিজেদের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছিলেন, ‘‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই সম্পর্ক, যা শেষ হয় ২০২১ সালে।
সুস্মিতা সেনের ওয়ার্কফ্রন্ট-এর কথা বলতে গেলে, তাঁকে শেষ আরয়া টু ওয়েব সিরিজ-এ দেখা গেছে। সিরিজে তাঁর কাজ বেশ প্রশংসিতও হয়েছিল। প্রথম সিজনের মতো সুস্মিতার ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও মানুষকে মুগ্ধ করেছে।
এখন ভিডিয়ো ভাইরাল হতেই মনে প্রশ্ন, সত্যি শেষ? নাকি জোড়া লাগলেও লাগতে পারে! সম্পর্কের জল কোন দিকে গড়াই সেইদিকেই নজর সবার।
আরও পড়ুন সূর্যের তাপে বাইরে বেরনোই দায়, কেন এত গরম মার্চ মাসে
আরও পড়ুন নিজের বিয়ে নিয়ে আবেগঘন রুবিনা! ভালো মানুষে পরিণত করেছে অভিনবের ভালোবাসা