Actress Sravanti Chatterjee: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপদে শ্রাবন্তী, উঠল গুরুতর অভিযোগ, হতে পারে জেল!

প্রত্যুষা সরকার, কলকাতা: টলিউডের একজন অতন্ত্য জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Actress Sravanti Chatterjee )।বিভিন্ন সময় বিভিন্ন কারনে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ব্যক্তি গত জীবন হোক বা রাজনৈতিক জীবন বার বার জরিয়ে পরেছেন বিতর্কে। এবার নিজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জেরেই বিপাকে শ্রাবন্তী। এবার বন্যপ্রাণী সুরক্ষা আইনের (Wildlife Act) ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। দোষ প্রমাণিত হলে হতে পারে জেল।

Actress Sravanti Chatterjee

আভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নামে দায়ের মামলা

রাজ্যের বন বিভাগের তরফে অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ( Actress Sravanti Chatterjee ) একটি শৃঙ্খলিত মঙ্গুজের সাথে শ্যুট করার এবং সোশ্যাল মিডিয়ায় তার ছবি ফ্লান্ট করার অভিযোগে একটি নোটিশ জারি করেছে হয়েছে।
বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর ধারা অনুযায়ী ৯, ১১,৩৯, ৪৮এ, ৪৮ এবং ৪৯এ- এর অধীনে অভিনেত্রীর বিরুদ্ধে আইন লঙ্ঘন করে প্রাণীদের অবৈধ বন্যপ্রাণী ক্যাপচার, পরিবহন এবং দখলের জন্য মামলা করা হয়েছে। একই সাথে তাকে বন্যপ্রাণী অফিসে হাজির হতে বলেছে সল্টলেকে ক্রাইম কন্ট্রোল সেল এবং ডেটা ম্যানেজমেন্ট ইউনিট। দোষী প্রমাণিত হলে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট

গত ১৫ জানুয়ারি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টটি করেছিলেন অভিনেত্রী। পোস্টটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি বেজির সঙ্গে। প্রাণীর গলায় লাগানো ছিল একটি বকলস। যা একটি মোটা চেনের সঙ্গে বাঁধা ছিল।ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, “আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল”। অভিনেত্রীর করা পোস্টে এই ছবি নিয়ে সেই সময়েই আপত্তি তুলেছিলেন নেটিজেনদের অনেকে। তাদের দাবী ছিল, এভাবে কোনও নিরীহ প্রাণীকে বেঁধে রাখা একদম উচিত নয়। এরপর ১৫ ফেব্রুয়ারি তাকে নোটিশ পাঠানো হয় এবং তাকে তিন দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বলা হয়।

আরও পড়ুন –ফিফার ‘নির্বাসন’ ক্ষেপনাস্ত্রে পর্যুদস্ত রাশিয়া ফুটবল

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ শ্রাবন্তী

বন কর্মকর্তারা বলেছেন যে শ্রাবন্তী ( Actress Sravanti Chatterjee ) এই আইন সম্পর্কে তার অজ্ঞতার অভিযোগ করেছেন। তবে তিনি এখনও অফিসারদের সামনে হাজির হননি। বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ শ্রাবন্তী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানান, “সঠিক অভিযোগগুলি জানতে আমরা শীঘ্রই অফিসারদের সাথে দেখা করব,”। বন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা এই বিষয়ে বলেছেন,“এটি শুধুমাত্র নির্ধারিত এবং সুরক্ষিত বন্য প্রাণীদের ধরাই একটি অপরাধ নয় কিন্তু তার মতো একজন পাবলিক ব্যক্তিত্ব এই ধরনের কাজে জড়িত অন্যদেরও ভুল করতে প্রভাবিত করতে পারে। তার উচিত তদন্তে আমাদের সাথে সহযোগিতা করা এবং বন্যপ্রাণীর সুরক্ষার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমাদের সাহায্য করা, “।

আরও পড়ুন – ভলদিমির পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরলেন সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লিনা




Leave a Reply

Back to top button