অন্ধ হয়েও জ্ঞানের খেলায় দাদাকে হারাবেন তিনি! দাদাগিরির মঞ্চে মইনুদ্দিন আজ বাঙালির গর্ব

দাদাগিরি ফাইনাল হয়ে গেল গত রবিবার । জমজমাট এই রিয়ালিটি শো হয়ে আসছে বছরের পর বছর। যা মানুষের মনে রীতিমত জায়গা করে নিয়েছে। সৌরভ গাঙ্গুলি এই শোয়ের হোস্ট হয়ে এসেছেন বছরের পর বছর। উল্লেখ্য বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। দাদাগিরি সিজন ৯ এর ইতি হলো এইদিন।

img 20220606 201614

 

শুটিং যেহেতু আগেই হয়ে গিয়েছিল দাদাগিরির। আজ রবিবার হল সেই শোয়ের টেলিকাস্ট। পুরো ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে টানটান উত্তেজনায় সম্পন্ন হল দাদাগিরি এই খেলা। এই খেলায় জয়লাভ করল বীরভূম। যদিও বীরভূমের জয়লাভের পেছনে রয়েছে এক কান্ডারী । যার নাম মইনুদ্দিন । এই মানুষটি অন্ধ হলেও এনার কিন্তু সাধারণ জ্ঞান তুখোড় ছিল। সৌরভ গাঙ্গুলির করা সকল কঠিন প্রশ্নের উত্তর অবলীলায় দিয়ে দিচ্ছিলেন তিনি।এছাড়াও বীরভূম জেলার ক্যাপ্টেন হয়েছেন তিনি। জয়লাভের পরবর্তী তে তাকে ঘিরে জেলার বাকিদের উচ্ছ্বাস তখন আর বাঁধ মানছিল না। মূলত বলা চলে মইনুদ্দিনের জন্যই আজ বীরভূম চ্যাম্পিয়ন হতে পারল।

বিশেষ ভাবে উল্লেখ্য অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে হলেন মইনুদ্দিন। তার জয়লাভের পর তার মায়ের চোখেও ছিল জল। জয়ের পর পুরষ্কার হিসাবে ক্যাপ্টেন টিএমটি’র পক্ষ থেকে সে উপহার পেল একটি ফ্ল্যাট । যে ফ্ল্যাট এর অভিনবত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় সে নিতে পারবে সেই ফ্ল্যাট। শোয়ের অন্তিমে সাধারণ দর্শকদের মনেও ছিল খুশির জোয়ার । কারণ যেভাবে বিশেষভাবে সক্ষম ও জ্ঞানে তুখোড় হয়েও সে জয়লাভ করাল নিজের জেলাকে তা এক কথায় অভূতপূর্ব। তার এই জয়লাভকে রীতিমত কুর্নিশ জানাচ্ছেন সকলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Back to top button