স্বয়ং রাজ্যপালের ভূমিকায় ‘কালারফুল’ মদন, নিজের বায়োপিক নিয়েই তরজার তুঙ্গে কামারহাটির ‘দাদা’

কত রাজা এলো গেল, কত তাঁর ধল; বাংলায় এখন মদন মিত্রের চল। আসলে মদন মিত্র ( Madan Mitra ) বাঙলার রাজনীতির এমন এক নাম, যার পরিসর সুবিশাল। অবশ্য তা কতটা রাজনৈতিক ক্ষেত্রে আবার কতটা বিনোদনে তা বলা মুশকিল। কিন্তু যাই হোক, বাংলার এই রঙিন রাজনৈতিক ব্যক্তিত্ব ( Madan Mitra ) নিয়ে বাংলার মানুষ কিন্তু বেশ উচ্ছ্বসিত। তাঁর মধ্যেই খবর এলো তিনি অভিনয় করতে চলেছেন, তাও আবার রাজ্যপালের ভূমিকায়।
কিছুদিন আগেই মদন জানিয়েছেন আসতে চলে তাঁর বায়োপিক ( Madan Mitra Biopic )। রাজনীতির ময়দানে থাকলেও মদন মিত্রকে নিয়ে চর্চার শেষ নেই। বরং ‘কালারফুল’ মদনের কাজকর্ম নিয়ে চর্চা হয় দল নির্বিশেষে। কামারহাটির বিধায়কের বায়োপিক যে তৈরি হচ্ছে সে খবর জানেন অনেকেই। সেখানে মদনকে কোন চরিত্রে দেখা যাবে তা নিয়েও জল্পনা কম না! এবার জিতের ছবি ‘রাবণ’-এর প্রিমিয়ারে নিজের আসন্ন বায়োপিক নিয়ে কথা বললেন মদন।
মদন মিত্র-কে ‘রাবণ’-এর প্রিমিয়ারে তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, ওই ছবি দিয়েই অভিনয়ের হাতেখড়ি করতে চলেছেন। তবে মদন মিত্রর বায়োপিকের ‘মদন’ কিন্তু তিনি না! বরং তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। জিৎ অভিনীত ছবি ‘রাবণ’-এর প্রিমিয়ারে ( At the premiere of Jeet starrer ‘Raavan’ ) দক্ষিণ কলকাতার একটি শপিং মলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন কামারহাটির ‘দাদা’। বললেন, ”খুব শীঘ্রই আমি সিনেমায় ডেবিউ করতে চলেছি। ছবিতে আমি একজন রাজ্যপালের চরিত্রে অভিনয় করছি।”
আরও পড়ুন- কাঞ্চন মল্লিকের জন্যই আজ সর্বহারা, প্রেম বিতর্ক নিয়ে তৃণমূল বিধায়ককে খোঁচা শ্রীময়ীর
পরিচালক সত্যজিৎ রায় যখন পথের পাঁচালি ছবির জন্য বিদেশে পুরস্কার জিতে দেশে ফিরেছিলেন, তখন তাঁকে সম্মানিত করেন রাজ্যপাল ( Governor )। সেই অংশটাতেই নাকি দেখা মিলবে মদনের। আর সেখান থেকেই শুরু জল্পনা। ”পরিচালক সত্যজিৎ রায় যখন পথের পাঁচালি ছবির জন্য বিদেশে পুরস্কার জিতে দেশে ফিরেছিলেন, তখন তাঁকে সম্মানিত করেন রাজ্যপাল। সেই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে।” মদন মিত্রের থেকে এই খবর শুনে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর অনুগামীরা।
অভিনয় না করলেও মদন বানিয়ে ফেলেছেন মিউজিক ভিডিয়ো। বিধানসভা ভোটের আগে সামনে এসেছিল মদন মিত্রের ‘ওহ লাভলি’ গান। সেখানেও মুখ্যমন্ত্রীর প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিলেন মদন। তারপর পুজোর আগে আসে তাঁর ‘মমতা-বন্দনা’। ‘ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি/ মমতার হাত ধরে সামনে হাঁটি’– এভাবেই তিনি দলের নেত্রীকে নিয়ে গান বেঁধেছিলেন আরও একবার।
আরও পড়ুন- শিক্ষক থাকলেও নেই ছাত্রছাত্রী, চাপে পড়ে প্রধান শিক্ষককেই রাস্তায় খুঁজতে বেরোতে হয় পড়ুয়াদের