মৃত্যুর পরও অটুট মায়ের প্রতি ভালোবাসা! ডায়েরির শেষ পাতায় এখনও জ্বলজ্বলে নামটা

জয়িতা চৌধুরী, কলকাতা: কিছুদিন আগেই অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) আকস্মিক মৃত্যুকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছিল বিনোদন জগতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক উঠতি মডেল বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) ঝুলন্ত দেহ উদ্ধার হয় দমদম পুরসভার আট নম্বর ওয়াডের রামগড়ে একটি বহুতলের তেতলার ফ্ল্যাট থেকে। দুদিন ঘুরতেই ফের বিদিশার এক ঘনিষ্ঠ বান্ধবী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi) ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার নিজের বাড়ি থেকেই।
এবার সেই কপিক্যাট সুইসাইডের ধারা বজায় রেখেই গতকাল মৃত্যু হয়েছে আরেক উঠতি মডেলের।
পুলিশ সূত্রে খবর, মৃত অভিনেত্রীর নাম সরস্বতী দাস (Saraswati Das)। বয়স ১৯। কসবার বাসিন্দা এই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কসবারই (Kasba) একটি ফ্ল্যাট থেকে। পুলিসের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন সরস্বতী। অর্থাৎ শহরে অভিনেত্রীদের অস্বাভাবিক মৃত্যুর তালিকা বেড়ে হয়ে গেলো চার । প্রতিটি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে একই কৌশলে আত্মহত্যা।
কসবার একটি আবাসনে মা, দিদা ও মাসির সাথে থাকতেন সরস্বতী। তাঁর মা এবং মাসি আয়ার কাজ করেন। ঘটনার দিন বাড়িতে উপস্থিত ছিলেন না মা- মাসি দুজনেই। বাড়িতে দিদার সঙ্গে ছিলেন সরস্বতী। তার দিদা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাতে নাতনিকে নিজের পাশেই নিয়ে শুয়েছিলেন তিনি। মধ্যরাতে ঘুম ভাঙলে নাতনিকে পাশে না পেয়ে অন্য ঘরে গিয়ে তিনি দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সরস্বতী।
আরও পড়ুনঃ টাকার বিনিময়ে টেলিপাড়ায় মিলছে কাজ! বিস্ফোরক ঘটনায় নাম জোড়ালো কাদের?
আরও পড়ুনঃ টাকার বিনিময়ে টেলিপাড়ায় মিলছে কাজ! বিস্ফোরক ঘটনায় নাম জোড়ালো কাদের?
ফাঁস খুলে তৎক্ষণাৎ নীচে নামানো গেলেও বাঁচানো যায়নি তরুণীকে। কসবা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে সরস্বতীর মৃতদেহ। ইতিমধ্যেই মৃতার বাড়ি থেকে কসবা থানায়ে দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে সরস্বতীর একটি ডাইরি উদ্ধার করেছে পুলিশ। যার শেষ পাতায় মায়ের জন্য শেষ বার্তা রেখে গিয়েছেন সরস্বতী। মেহেন্দির ডিজাইন থাকা ডায়েরির শেষ পাতায় তিনি লিখেছেন, তাঁর মা এই পৃথিবীর শ্রেষ্ঠ মা। সর্বদা তাঁকে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন সরস্বতী।
সরস্বতীর পরিবার পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, প্রতিদিন রাতেই নাকি কারোর সঙ্গে ফোনে কথা বলতেন সরস্বতী। রবিবারও তার অন্যথা হয়নি। রবিবার রাতে বেশ উত্তেজিত হয়েই ফোনে কথা বলছিলেন ওই তরুণী। তবে অন্যান্য দিনও এমন হয় বলে বিশেষ পাত্তা দেননি তাঁর দিদা। তার মাসির দাবি, সম্ভবত কোনো ছেলের সঙ্গে সম্পর্কে ছিলেন তরুণী। বা কেউ তাঁকে বিরক্ত করছিল। বছর ১৮ র এক তরুণীর মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার জন্যই তদন্ত চালাচ্ছে পুলিস।
আরও পড়ুনঃ ৫০০ পর্ব শেষের আনন্দে মিষ্টিমুখ মিঠাইয়ের!কে কে উপস্থিত ছিলেন আনন্দ পর্বে? জেনে নিন