Prosenjit Chatterjee : আসছে পরিচালক বুম্বার নতুন ছবি, জানালেন নতুন ছবির কথা

অহেলিকা দও, কলকাতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ( Prosenjit Chatterjee) বাংলা সিনেমার ( bengali movie) এক উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে। চার দশকের অধিক ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে ( industry) সিনেমা করে আসছেন। বলা হয় “তিনিই ইন্ডাস্ট্রি”। “মা আমি চুরি করিনি মা”- তাঁর এই ডায়ালগটি ( dialogue) এখনও মানুষের মধ্যে প্রচলিত হয়ে রয়েছে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা “কাকাবাবুর প্রত্যাবর্তন”। এই সিনেমা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee)  জানালেন কিছু মজার তথ্য।

Prosenjit Chatterjee – ‘ইন্ডাস্ট্রি’র কাছে বাংলা ইন্ডাস্ট্রি

ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয় “বুম্বা দা” মনে করেন বিশ্বের চলচ্চিত্র জগতে তিনজন ব্যাক্তির নাম সবার আগে উঠে আসে, তাদের নাম সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। শুধু তাঁর কথা নয়, সারা বিশ্বের মানুষ ভারতীয় সিনেমা মানে এদের তিনজনকেই চেনেন। ওদিকে তিনি নিজেই প্রশ্ন তুলেছেন, “আমরা বাঙালি, নিজদের নিয়ে কতটা ভাবি ?” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee) কথায়, আমরা বাঙালিরা আমাদের নিজেদের নিয়ে গর্বিত নই। আমরা আগে ভাবি এই হিন্দি ছবিটা দেখবো, তারপর এই ইংরাজি ছবিটা দেখবো, তারপর শেষে এসে মনে পড়ে বাংলার কথা।

এরকম কেনো হয়? সত্যিই তিনি হয়তো ভুল কিছু বলেননি। বুম্বাদা জানাচ্ছেন, গুজরাট, মহারাষ্ট্রের মানুষ নিজেদের জায়গার মুভি ( Regional Movie) হই-হই করে দেখেন। আমরা সকলেই হয়তো এটা বলতে ভালোবাসি, “আমার ছেলেটা না ভালো বাংলা বলতে পারে না”। কোথাও হারিয়ে যাচ্ছে এই বাঙালি আনার সত্যাটা। তিনি অত্যন্ত দুঃখের সাথে বললেন, “চল্লিশ বছর ধরে আমি লড়াই করেছি। এখন আর এটা নিয়ে কথা বলব না…। আমি শুধু সবাইকে হাত জোড় করে বলব বাংলা ভাষার সিনেমা, গান, নাটক, আবৃত্তি এগুলোকে বাঁচিয়ে রাখুন।”

Prosenjit Chatterjee

Prosenjit Chatterjee – পরিচালনার সখে বুম্বা

মূলত ইচ্ছে ছবি পরিচালনা করা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee)  জানালেন, ২০২২ সালের শেষের দিকে তিনি এক হিন্দি ছবির পরিচালনা করেছেন মূলত বাংলা ভিত্তিক। এই সিনেমার চিত্রনাট্য পুরো তৈরি, শুধু কাজ শুরু হওয়ার পালা। বিগত চল্লিশ বছর কাজ করে তিনি যা ইন্ডাস্ট্রিতে শিখেছেন সেই ভিত্তিতে তিনি মনে করেন ভারতবর্ষের মানুষদের নিয়ে পটভূমিকায় কিছু কাজ করা দরকার। ভাষা হিন্দি হলেও, মূলত বাংলার মানুষদের নিয়ে এই কাজ করবেন তিনি। এই ছবিতে তিনি থাকবেন ক্যামেরার পিছনে আর এটাই তাঁর বড়ো দায়িত্ব।

Prosenjit Chatterjee

Prosenjit Chatterjee – নতুন সালে নতুন বুম্বা

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee) শেষ ছবি সৃজিত মুখোপাধ্যায়ের “গুমনামী”। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের “কাবেরী অন্তর্ধান”। এছাড়াও কাজ চলছে “শেষ পাতা”, “আয় খুকু আয়”, “কাছের মানুষ” ইত্যাদি ছবিগুলো। তবে এই মুহূর্তে দর্শকরা অপেক্ষায় রয়েছে কবে ৪ তারিখটা আসবে আর কবে সিনেমার পর্দায় দেখতে পাবো “কাকাবাবুর প্রত্যাবর্তন” সিনেমাটি।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/trp-list-of-this-week-top-ten-serials-name/




Leave a Reply

Back to top button