তারকা হয়েও হলনা লাভ! হাতেপায়ে ধরে, কেঁদেকেটেও বিমানে উঠতে দেওয়া হলনা ঋতুকে

রাজকুমার মণ্ডল, কলকাতা : বিমান সংস্থার চরম গাফিলতির শিকার ঋতুপর্ণা‌ (‌ Rituparna Sengupta )‌ । টানা ৪০ মিনিট ধরে চলল বাকবিতন্ডা। এমমকি কান্নাকাটির সত্ত্বেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণা সেনগুপ্তকে। নিদৃষ্ট সময়ে শ্যুটিংয়ে পৌঁছতে না পারলে বিপত্তি। একথা শুনেও বিমানকর্মীরা আটকে রাখল নায়িকাকে। দেশের প্রথম সারির বিমান সংস্থার চরম গাফিলতিতে মাঠে মারা গেল ঋতুপর্ণার আকুতি। ভোর ৪:‌৫৫ মিনিটে বিমানে বোর্ডিংয়ের সময় নির্ধারিত থাকলেও ঋতুপর্ণা পৌঁছন ৫:‌১২ মিনিটে। ১৭ মিনিট দেরিতে পৌঁছনোয় ক্ষমাপ্রার্থী অভিনেত্রী। বারবার অনুরোধ করতে থাকেন ছেড়ে দেওয়ার জন্য। প্রায় ৪০ মিনিট ধরে চলে বচসা। তা সত্ত্বেও বিমানে উঠতে দেওয়া হল না পারমিতাকে।rituparna sengupta

টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (‌ Rituparna Sengupta )‌  আমেদাবাদে শ্যুটিংয়ে যাওয়ার জন্য ব্যস্ত ছিলেন। বিমান ধরার জন্য যাত্রীদের ১৯ নম্বর গেটে তিনি পৌঁছন সকাল ৫:‌১২ মিনিটে। ১৭ মিনিট দেরীতে উপস্থিত হন অভিনেত্রী। এরপর তুমুল কান্ড শুরু। চলে একের পর এক বাদানুবাদ। অনুরোধ করতে খাকেন অভিনেত্রী ঋতুপর্ণা  (‌ Rituparna Sengupta )‌ । বিমান সংস্থার তরফে জানানো হয় বিমানের দরজা বন্ধ হয়ে গেছে। বারবার নাম ঘোষণা করেও খুঁজে পাওয়া যায়নি ঋতুপর্ণাকে। এমনকি ফোন করাও হয় বলে জানায় বিমান কতৃপক্ষ। অথচ ঋতুপর্ণা বলেন কোনেরকম ফোন আসেনি বিমান সংস্থার তরফে। আমেদাবাদে পৌঁছতে না পারলে প্রযোজকের শ্যুটিং বিপত্তি হবে। বিভিন্ন রকম অনুরোধ করার পরেও বিমানে উঠতে দেওয়া হল না বিমানে।

আরও পড়ুন এই রাশিতে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল, দেখে নেওয়া যাক আজকের রাশিফল

ঋতুপর্ণা বলেন, ‘‌খুব তাড়াহুড়ো করে গেটে পৌঁছলেও বিমান সংস্থার কর্মীরা সহযোগিতা করেননি। ক্রমাগত বচসার মাধ্যমে সময় নষ্ট করতে থাকেন। খুব সামনে থেকে দেখতে পাচ্ছি বিমান মাত্র পঞ্চাশ পা দুরে দাঁড়িয়ে। আমার (‌ Rituparna Sengupta )‌ বোর্ডিং পাশ থেকে আসন সবকিছু মজুত। দেখতে পাচ্ছি বিমানের সিঁড়ি খোলা হয়নি তখনও। অথচ আমাকে আটকে রেখে বচসা চলল টানা ৪০ মিনিট ধরে। এই বিমান সংস্থার বিমানে বহুবার যাতায়াত করেছি। সংস্থার তরফ থেকে সম্মানসূচক পাসপোর্টও পেয়েছি কিছুদিন আগে। অথচ কেন এরকম ধরনের আচরণ করলেন বুঝতে পারছি না’‌ । বিমার ধরতে না পারার জন্য ঋতুপর্ণা কেঁদেও ফেলেন। তা সত্ত্বেও বিন্দুমাত্র সহানুভূতি দেখালেন না বিমান সংস্থার কর্মীরা। বিমানে উঠতেই দিলেন না টলিউড নায়িকাকে।




Leave a Reply

Back to top button