শিল্পীদের সম্মানে আয়োজিত ‘টেলি আকাদেমি অ্যাওয়ার্ড’,এক নজরে দেখে নিন কোন বিভাগে কে পেল সেরার সম্মান

ছোট পর্দা মানেই বাঙ্গালী দর্শকের আবেগ। বিকেল হতে না হতে বাঙ্গালির ঘরে ঘরে ডুকে পড়ে ধারাবাহিকের চরিত্রেরা। বাড়ির মহিলাদের কাছে ধারাবাহিক মানেই বিশাল ব্যপার। বাংলা মেগা ধারাবাহিকের চরিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে দর্শকের কল্পনায়। বাঙ্গালির ড্রইং রুম থেকে শুরু করে ডাইনিং রুমের চর্চায় জায়গা করে নেয় এই ধারাবাহিকগুল। আর তাই বাংলা টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পীমহলকে সম্মান জানাতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরেরে ( Department of Information & Cultural Affairs) উদ্যোগে ২০১২সাল থেকে আয়োজিত হয়ে চলেছে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি সম্মান(Tele Academy Awards 2022)। বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আলো ঝলমলে আয়োজনের মধ্যে দিয়ে আয়োজিত হয়েছিল বাংলার অন্যতম আকর্ষনীয় অনুষ্ঠান ‘টেলি আকাদেমি অ্যাওয়ার্ড’ (Tele Academy Awards 2022) সম্মাননা।

Tele Academy Awards 2022

আরও পড়ুন……পাঞ্জাব বধে আম আদমি পার্টির ব্যাপক জয়ের ৫ কাহন

এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়াল মাধ্যমে বারুইপুরের টং তলায় নব নির্মিত পশ্চিমবঙ্গ টেলি আকাদেমির ৪টি স্টুডিও ফ্লোর ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন (Tele Academy Awards 2022)। হাজির ছিলেন টলিউডের জনপ্রিয় কলা কুশলীরা। এদিন মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতির সাথে যুক্ত সকল শিল্পীদের প্রাণঢালা অভিনন্দন জানান। সকলের উদ্দেশ্যে তিনি আর জানান জে,শিল্পীদের অবদানের কথা যত বলব ততই কম। কারণ এই শিল্পীরাই সমস্থ প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের মনোরঞ্জন করে থাকেন। এদের একদিন অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করে দেয়। মহামারীর মত পরিস্থিতিতেও শিল্পিরা ছিলেন বলেই আমরা বিনোদন জগতের আনন্দ পেয়েছি। বাড়িতে একাকীত্ব কাটাতেও শিল্পীদের সঙ্গ খুবই দরকার। আমাদের মুখ্যমন্ত্রী নিজেও সিরিয়াল দেখেন বলে জানান।

আরও পড়ুন………Punjab Assembly Election 2022 : পাঞ্জাবের নয়া অভিভাবক ভগবন্ত মান, পাঞ্জাবে ঝাড়ুতেই সাফ বাকি সব

এদিনের এই আলো ঝলমলে অনুষ্ঠান আরও আলোকিত হয়ে ওঠে ছোট ও বড় পর্দার সেলিব্রেটিদের উপস্থিতির কারণে। টেলি শিল্পীদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচীত হয় এই অনুষ্ঠান। আর সমগ্র অনুষ্ঠানের তদারকি করেছেন প্রযোজক বিধায়ক সহ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জীবনসঙ্গি রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এছাড়াও অনুষ্ঠান শুরু হয় শুভশ্রী ও সায়ন্তিকার নাচের তালে তালে। এখানেই শেষ নয় ছিল পুরষ্কার বিতরণী। বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হয়। সেরা জুটি থেকে শুরু সেরা অভিনেত্রী সব মিলিয়ে বিশেষ বিশেষ অনেকগুলো বিভাগেই পুরষ্কার দেওয়া হয় শিল্পীদের। শিল্পীদের যোগ্য সম্মান ও তাদের অবদানের স্বীকৃতি প্রদানে মুখ্যমন্ত্রীর এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।




Leave a Reply

Back to top button