এগারো বছর পর জিৎ-মোহনার সংসারে নবাগতা অতিথি! দ্বিতীয়বারের জন্য বাবা হলেন অভিনেতা জিৎ

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন জিৎ ঘরণী মোহনা।

পূর্বাশা, হুগলি: দ্বিতীয়বারের জন্য বাবা হলেন টলি অভিনেতা জিৎ। কিছুদিন আগেই জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী মোহনা। এগারো বছর আগে প্রথম কন্যা সন্তান নভন্যার জন্ম দিয়েছিলেন মোহনা। আর এবার অভিনেতার ঘর আলো করে এল পুত্র সন্তান। দ্বিতীয়বারের জন্য বাবা হওয়ার খুশিতে দিশেহারা অভিনেতা জিৎ।

Tollywood,Entertainment,Jeet,Entertainment news

বেশ কিছুদিন আগেই প্রেগনেন্সি ফটোশ্যুটে নজর কাড়েন জিৎ ঘরনী। কন্যা নভন্যা ও পার্টনার জিৎ
-এর সঙ্গে হালকা সবুজ গাউনে নজর কাড়েন হবু মা। তবে এখন আর হবু নয়। মোহনার কোল আলো
করে রাজত্ব করবে ফুটফুটে পুত্রসন্তান। ইতোমধ্যে সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। তাতে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।

Tollywood,Entertainment,Jeet,Entertainment news

সম্প্রতি বাবা-মা হয়েছেন তারকা দম্পতি গৌরব ও ঋদ্ধিমা। দ্বিতীয়বারের জন্য মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী শুভশ্রীও। এরইমধ্যে খুশির খবর দিলেন অভিনেতা জিৎ। পরিবারে আসা নবাগতা অতিথির খবর অনুরাগীদের জানালেন অভিনেতা।




Leave a Reply

Back to top button