TRP List : “মিঠাই” আর “মন ফাগুন”এর জোরদার টক্কর, দর্শকদের নজর কাড়ল “গাঁটছড়া”

রাখী পোদ্দার, কলকাতা : সন্ধ্যে হতে না হতেই আট থেকে আশি বাড়ির প্রায় সকলেই বসে পড়ে টিভির রিমোট হাতে নিয়ে। এক একজনের এক একরকম চাহিদা। কারোর পছন্দ টিভি সিরিয়াল ( Serial) আবার কেউ ভালোবাসে দেখতে বিভিন্ন রিয়েলিটি শো ( Reality show)। ছোটো পর্দার ধারাবাহিক দেখতে যেমন মানুষ পছন্দ করে তেমনই পছন্দ করে কোন ধারাবাহিক রয়েছে টিআরপি লিস্টের কত নম্বর স্থানে কিংবা নিজের পছন্দের ধারাবাহিকটি বা রয়েছে কোন স্থানে সেই বিষয়ে নজর রাখতে।

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বের হয় এই টিআরপি লিস্ট ( TRP List)। তবে এবার বছরের তৃতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) সামনে এল বৃহস্পতিবারের বদলে শুক্রবার। গত বছরের শেষে এবং এই নতুন বছরের শুরুতে এসেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। ফলস্বরূপ, বছরের প্রথম থেকেই টিআরপি তালিকায় ( TRP List) দেখা গিয়েছে বিপুল পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন মেগা সিরিয়াল ( Serial) রয়েছে কোন স্থানে।

TRP List

TRP List : কোন কোন ধারাবাহিক দখল করে নিল সেরা দশের স্থান –

টিআরপি তালিকায় ( TRP List) একটু ভালো করে নজর রাখলে দেখা যাবে গত পয়তাল্লিশ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে রয়েছে জি বাংলার “মিঠাই” (Mithai)। তবে নিজের স্থান ধরে রাখলেও, আগের মতো এগারোর কোটা ছুঁতে পারছে না এই মেগা। সিরিয়ালের পরিচালক বদল হওয়ায় “মিঠাই” ধারাবাহিকের মান নাকি পড়ে যাচ্ছে। ১০.৫ রেটিং পয়েন্ট নিয়ে এই সপ্তাহতেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বহাল থাকল মিঠাই ধারাবাহিকের। তবে এই সপ্তাহের বড় চমক হিসেবে ৯.৫ রেটিং নাম্বার নিয়ে টিআরপি তালিকায় ( TRP List) দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার “মন ফাগুন” ( Man Fagun)। পিহু যেভাবে সৌমেনের পর্দা ফাঁস করেছে তা নজর কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/5g-trial-done-for-the-first-time-in-india/

যৌথ ভাবে ৯.৫ রেটিং নাম্বার নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্টার জলসার ( Star jalsha) সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিক “গাঁটছড়া” ( Gantchara)। পর পর দুই সপ্তাহ ধরে ৯.২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে রেখেছে “আলতা ফড়িং”। ৯.১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে “খুকুমণি হোম ডেলিভারি” ( khukumoni home delivery)। মিঠাই বাদে একমাত্র “উমা”ই জি বাংলার সিরিয়াল হিসেবে প্রথম পাঁচে জায়গা করে নিতে পেরেছে।

টিআরপি লিস্টের ষষ্ঠ স্থানে ৮.৬ রেটিং স্কোর নিয়ে রয়েছে স্টার জলসার ( Star Jalsha) “আয় তবে সহচরী”। ৮.২ রেটিং স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে “ধূলোকণা”। অষ্টম স্থানে রয়েছে ৭.৮ রেটিং স্কোর নিয়ে জি বাংলার “পিলু”। নবম স্থানে রয়েছে ৭.৫ রেটিং স্কোর নিয়ে “যমুনা ঢাকি”। ৭.৩ রেটিং স্কোর নিয়ে দশম স্থান যুগ্ম ভাবে দখল করেছে জি বাংলার ( Zee Bangla) “অপরাজিত অপু” এবং “সর্বজয়া”। টিআরপি লিস্টে ( TRP List) “যমুনা-অপু-সর্বজয়া” রীতিমতো উড়ে গিয়েছে স্টার জলসার সদ্য সম্প্রচারিত ধারাবাহিকগুলির ঝরে।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/manike-mage-hithe-popular-song/




Leave a Reply

Back to top button