সম্পর্ক করুন আরও সুখময়! শরীরের এই অংশে চুম্বন বাড়িয়ে দিতে পারে সঙ্গমের আনন্দ

অনেকের দাম্পত্যে দূরত্ব তৈরি হয় শুধু যৌনজীবন সুখকর হয় না বলে। একবার ভেবুন দেখুন তো, যৌনতৃপ্তি কি শুধু নির্ভর করে প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে? না কি দীর্ঘ অপেক্ষার পর ভালবাসার মানুষটির স্পর্শ পেলেও যৌনতার সুখ উপভোগ করা যায়?
সময়ের ঘষা লেগে সম্পর্কে একে অপরের প্রতি আকর্ষণ হারাতে শুরু করেন অনেকেই। কেবল শারীরিক সম্পর্কটুকুই যেন সে ক্ষেত্রে একে অপরের থেকে একমাত্র চাহিদার বিষয় হয়ে দাঁড়ায়। ভালবাসা যেন তখন কোথাও চাপা পড়ে প্রায় মৃত হয়ে যায়, শরীরটুকুই হয়ে ওঠে মূল চাহিদার জিনিস।
তবে যৌনতা কিন্তু কেবল সঙ্গমেই সীমাবদ্ধ নয়। একে অপরের স্পর্শেও থাকে যৌনতার ছোঁয়া। যৌনমিলনের আগে একে অপরকে আদর, কানে কানে নিজেদের কথা ভাগ করে নেওয়া, একে অপরের একটু-আধটু প্রশংসাও কিন্তু সঙ্গমকে আরও অনেক বেশি উপভোগ্য করে তুলতে পারে। শরীরের কোন অংশে চুম্বন সঙ্গমের ইচ্ছে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ মহিলা কিংবা পুরুষদের কাছেই ঘাড় কিংবা গলার কাছের অংশ হল সবচেয়ে স্পর্শকাতর। আদরের শুরুতে ঘাড়ের কাছে কতগুলো চুম্বন মূহূর্তগুলিকে আরও রঙিন ও আদরে ভরপুর করে তুলতে পারে। সুখকর করে তুলতে পারে সেই দম্পতিকে।
আপনিও কি যৌনজীবন সুখকর না হওয়ার হতাশায় ভুগছেন? সঙ্গীকে একটু ভালবাসার স্পর্শ দিয়েই দেখুন না। কে বলতে পারে, দাম্পত্যে সুখ আবার ফিরে আসবে না!