রুশ রাক্ষসে পরিণত হওয়া সত্ত্বেও কেন তাঁর বিপক্ষে যাচ্ছে না ভারত, রইল কারণ

বিশ্বে এখন বাজছে যুদ্ধের রণডঙ্কা। রাশিয়ার আক্রমণে ক্লান্ত ( Russia-Ukraine War ) ইউক্রেন অবশেষে নেমে এসেছে বৈঠকের পথে। যুদ্ধের কারণে সেই দেশ হারিয়েছে তার অনেক সৈনিক ও মানুষকে। আপাতত আলোচনা মাধ্যমেই সুরাহা বের করতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধের জেরে পরিবর্তন হয়েছে ( Russia-Ukraine War ) বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকেই ভারত আমেরিকার দিকে অনেকটাই ঝুঁকতে শুরু করে। যার জেরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেকটাই আহত হয় ভারতের। কারণ, বিশ্ব ইতিহাসের দিকে নজর দিলে দেখা যাবে, আমেরিকা ও রাশিয়া চিরকালই  বিশ্ব রাজনীতিতে দ্বিমেরু ব্যবস্থা তৈরি করার চেষ্টা করে চলেছে। সেই আঙ্গিকেই ভারত আমেরিকার দিকে যত ঝুঁকেছে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ততই দুর্বল হয়েছে।

তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ যেন এই ভারতের এই বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণের প্রেক্ষাপটকে সম্পূর্ণ পরিবর্তন করে দিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি কথা বহুল প্রচলিত, ‘তুমি ইউক্রেনের সাথে নেই, অর্থাৎ তুমি রাশিয়ার সাথে আছ।’ রবিবারই ( Russia-Ukraine War ) রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বসে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রস্তাবনা আনা হয়। ১১টি দেশ রাষ্ট্রসংঘের জরুরি অধিবেশনের সপক্ষে ভোট দিলেও, ভারত কোনও পক্ষের হয়েই ভোট দিতে অস্বীকার করে। ভারতের এই পদক্ষেপই বিশ্ব রাজনীতির সামনে স্পষ্ট করে দেয় তার অবস্থান।

Russia-Ukraine Warকূটনীতিকদের মতে, বিশ্ব রাজনীতির এই টালমাটাল পরিস্থিতিতে একটি সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত। কিন্তু কেনই বা এই পদক্ষেপ? ভারতের ভৌগলিক পরিস্থিতি নাকি রাশিয়ার সাথে ভারতের অস্ত্র আমদানি সম্পর্ক? উল্লেখ্য, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কথা বিশ্বের নানা জায়গায় ভাসে। বিশ্বসেরা শিরোপা না পেলেও নিজেদের ঐতিহ্যের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। শক্তিশালী অস্ত্র হাতে তাঁরা যে কোনও মুহূর্তেই ঝাপিয়ে পড়ে দেশকে রক্ষা করতে। তা হলে এই ক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে এই সকল শক্তিশালী অস্ত্র  আসছে কোথা থেকে। একটি সমীক্ষা মাধ্যমে জানা যায়, ভারতীয় সেনার ব্যবহৃত ৮৬ শতাংশ অস্ত্রই রাশিয়ার তৈরি। ভারতীয় সেনায় ব্যবহৃত প্রায় সকল অস্ত্রই রাশিয়া মাধ্যমে এদেশে আমদানি হয়ে আসছে। যুগের পর যুগ ধরে ভারতীয় বায়ু সেনা ও জল সেনা রাশিয়ার তৈরি অস্ত্র ব্যবহার করে আসছে। সুতরাং, এই বিষয়টা স্পষ্ট উন্নতমানের ( Russia-Ukraine War ) অস্ত্রের ক্ষেত্রে ভারতকে বিশেষভাবে নির্ভর করতে হয় রাশিয়ার উপর। এই পরিস্থিতি বর্তমানে চলা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ভারত যদি রাশিয়ার কোনও ভাবেই বিরোধিতা করে, তা হলে অস্ত্র আমদানির দিক থেকে বেশ অসুবিধায় পড়তে হবে ভারতকে।

আরও পড়ুন….Russia-Ukraine War: ইউক্রেনকে অস্ত্রের মাধ্যমে সাহায্য ন্যাটো-র, কিন্তু পরিসংখ্যান দিচ্ছে অন্য হিসেব

উল্লেখ্য, অস্ত্রের পাশাপাশি ভারতের ভৌগলিক পরিস্থিতিও অনেকাংশে দায়ী ভারতের এই সিধান্তের জন্য। কূটনীতিকদের মতে, ভারতের ভৌগলিক পরিবেশ খুবই জটিল। ভারত চারিদিক থেকে তার শত্রুপক্ষ রাষ্ট্র দ্বারা ঘেরা। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ভারতের বিরাট শত্রু চিন। নানা সময়ে ভারতের বুকে থাবা বসাচ্ছে এই দেশ। পাশাপাশি, ( Russia-Ukraine War ) রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে রয়েছে চিন। সুতরাং, এই পরিস্থিতি ভারতের অন্য পদক্ষেপ আনতে পারে ঘোর বিপদ, এমনটাই মতামত কূটনীতিকদের।




Leave a Reply

Back to top button