কেরানি পুস্করনাথের ছেলে অনুপম, এখন দুশো কোটির নায়ক অনুপম খের

রাজকুমার মণ্ডল, কলকাতা : বদলে যাওয়া এক জীবনের গল্প। আসলে গল্প নয়, এক্কেবারে সত্যি ঘটনা। এই জীবনকাহিনী দেখতে আরও এক আস্ত সিনেমা লেখা হয়ে যেতে পারে অনায়াসে। অনুপম খের-এর জীবনে ঘটে যাওয়া ঘটনা ও একজন সামান্য রোজগারি কেরানীর ছেলে হয়ে গেলেন ২১৯ কোটি টাকার বহুমূল্যবান নায়ক। বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)-এর অভিনয় দক্ষতা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। একের পর এক ছবিতে অসাধারন অভিনয়ের গুণে মুগ্ধ সারা দেশ। বিশেষ করে ৬৭ বছর বয়সে এসে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় তাঁর সাড়া জাগানো অভিনয় কেড়ে নিয়েছে দেশবাসীর মন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনয় করে ভেটারেন অভিনেতা (Anupam Kher) আরও একবার প্রমাণ করেছেন তিনি একজন প্রথিতযশা জাত অভিনেতা। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ হিন্দি সিনেমা জগতের অন্যতম সফল এই অভিনেতার ব্যক্তিগত জীবন সিনেমার চিত্রনাট্যের তুলনায় কোনো অংশে কম নয়।
‘দ্য কাশ্মীর ফাইলস’ দুশো কোটির গন্ডি টপকে গেছি। সম্প্রতি দেশ জুড়ে একটাই আলোচনা প্রভাব ফেলেছে। ছবির বিরাট সাফল্যের আনন্দ (Anupam Kher) সকল দর্শকদের সাথে ভাগ করে নিতে গিয়ে সম্প্রতি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতি শেয়ার করেছেন। অনুরাগীদের সাথে নিজের জীবনের নানা ভালো মন্দ বিষয় আলোচনা করেন শেয়ারের মাধ্যমে। ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেতা জানান খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক কেরানির ছেলের ২০০ কোটির গন্ডি টপকানো সিনেমার হিরো হয়ে ওঠার গল্প (Anupam Kher) । সকলকে বললেন প্রথম সিনেমা ‘সারাংশ’ থেকে এখনকার ‘দ্য কাশ্মীরি ফাইলস’-এর যাবতীয় উত্থান অবতরনের কথা ও সত্য জীবনগাথা।
আরও পড়ুন আবার মাঠে হেলিকপ্টার, বুড়ো হাড়ে ভেল্কিতে ধোনির অর্ধশতরান
অনুপম খের বলেন “একসময়ে বিট্টু নামে এক কাশ্মীরি পণ্ডিতের ছেলে ছিল। তার বাবা একেবারে ছাপোষা এক কেরানি ছিলেন। যাঁর নাম ছিল পুষ্কর নাথ। সেই বিট্টুকেই জীবনে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আজ সে একজন অভিনেতা, যাঁর নাম অনুপম খের (Anupam Kher) । বিগত ৩৮ বছর ধরে সে পরিশ্রম করে চলেছে। এবং ইতিমধ্যেই ৫২২টি সিনেমা করে ফেলেছে। তারপর কাশ্মীর হিন্দুদের ওপর হওয়া অত্যাচার, গণহত্যা নিয়ে একটা ছবির প্রস্তাব এল তার কাছে- ‘দ্য কাশ্মীর ফাইলস’। মূল চরিত্রে অভিনয় করতে পেরে নিজের যাবতীয় দক্ষতা ঢেলে দিয়েছেন খের। স্টকে যা অভিনয় দক্ষতা ছিল, সবই ঢেলে দিয়েছেন এই নামী চলচিত্রাভিনেতা।