অনুষ্কা না নাতাসা!‌ কে বেশী লাস্যময়ী, ক্রিকেটার সঙ্গিনীদের দেখতে মুখিয়ে আইপিএল

রাজকুমার মণ্ডল, কলকাতা : আসন্ন আইপিএল এ গ্ল্যামারাস ওয়াগ। ক্রিকেটার জায়াদের সুন্দরী (‌ Anushka Natasa )‌ লড়াই। সবথেকে বেশী সুন্দরী কেন ক্রিকেটারের স্ত্রী। গ্ল্যামারাস আবেদন কোন ক্রিকেটারের স্ত্রীর। কে এগিয়ে কেই বা পিছিয়ে। একে অপরকে টক্কর দিতে আইপিএল এর ভিআইপি লউঞ্জে চোখ থাকবে সকলেরই। অনুষ্কা শর্মা থেকে নাতাসা স্ট্যানকোভিচ। আইপিএল ২০২২-এর সবচেয়ে গ্ল্যামারাস ওয়াগ কোন ক্রিকেটারের স্ত্রী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্ট্যান্ড প্রচুর গ্লিটজ এবং গ্ল্যামারের  (‌ Anushka Natasa )‌ সাক্ষী। মুম্বাইয়ের বেশিরভাগ ম্যাচে অংশ নেবেন তারকা স্ত্রীরা বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ড-এর অর্থাৎ স্ত্রী এবং বান্ধবদের উপস্থিতি আইপিএল ২০২২ কে সবচেয়ে জনপ্রিয় করে তুলবে।Anushka Natasa

বিরাট কোহলি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নাও হতে পারেন তবে স্ত্রী এবং বলিউড তারকা আনুশকা শর্মা আইপিএল ২০২২-এ স্বামীকেই  (‌ Anushka Natasa )‌ সমর্থন করে উল্লাশ করবেন। কয়েকটি খেলায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ধনশ্রী ভার্মা একজন পেশাদার কোরিওগ্রাফার রাজস্থান রয়্যালস লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। অসাধারন রূপ নিয়ে উপস্থিত থাকবেন আইপিএল লাউঞ্জে। সঞ্জনা গণেশন একজন স্পোর্টস অ্যাঙ্কর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহর স্ত্রী।

আরও পড়ুন প্রচন্ড উত্তেজনায় শাকিরা! পপ তারকার আবেদনে সায় স্বামী জেরার্ড পিকের‌

গণেশন আইপিএল ২০২২ এর সময়ও হোস্ট ব্রডকাস্টার স্টার স্পোর্টসের উপস্থাপক। উপস্থাপক হিসাবে তার উপস্থিতি থাকবেই বলে আশা করা হচ্ছে। রিতিকা সাজদেহ টিম ইন্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী। এই দম্পতির  (‌ Anushka Natasa )‌ একসঙ্গে একটি মেয়ে সামাইরা রয়েছে। মেয়েকে নিয়েই গ্যালারিতে থাকবেন রিতিকা। নাতাসা স্ট্যানকোভিচ হলেন একজন সার্বিয়ান নৃত্যশিল্পী যিনি টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী। সম্প্রতি বিয়ে করেছেন। হার্দিক ২০২২ সালের আইপিএলে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক।




Leave a Reply

Back to top button