এক যুগের অবসান, অধিনায়ক ধোনি-বিরাটকে দেখা যাবে না আইপিএল-এ

রাজকুমার মণ্ডল, কলকাতা : অধিনায়কত্বহীন আইপিএল ( Dhoni Virat ) । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম। আইপিএল ২০২২ অধিনায়ক এমএস ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলি ছাড়াই হতে চলেছে। ভারতীয় ক্রিকেটের দুই জায়ান্ট এমএস ধোনি এবং বিরাট কোহলি ( Dhoni Virat ) অধিনায়কের ব্যান্ড ছাড়াই খেলবেন। এটা অবশ্যই লিগে একটি যুগের সমাপ্তি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। চলতি আইপিএলে এমএস ধোনি এবং বিরাট কোহলি থাকছেন কোনো ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ছাড়াই।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক অধিনায়কত্ব ছাড়ার পর ক্রিকেট থেকে অবসর ঘোষণাও করেন। অধিনায়ক এমএস ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলি ( Dhoni Virat ) 2008 সালে শুরু থেকেই টি-টোয়েন্টি লিগের পোস্টার ম্যান। চির পরিচিত ছবি আইপিএলে টসে মুখোমুখি দুই ভারতীয় ক্রিকেটের জায়ান্টরা এখন অতীত। ধোনি এবং কোহলি অবশ্য গত এক দশকে আইপিএল অধিনায়কের বিরোধী হিসেবে বেশ কয়েকটি বৈঠক করেছেন। ২৯ বছর বয়সী কোহলি ২০১৩ এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নিযুক্ত হন। আবশ্য ধোনি লিগের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে আসছেন।
আরও পড়ুন নায়িকাকে কুপ্রস্তাব, খড়কুটোর প্রিয়াঙ্কার এটা নিজে চোখে দেখতে চাইলেন প্রযোজক
গত ১১ বছরে, কোহলি ১৪০ ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে তিনি ৬৬ জয় পেয়েছেন এবং ৭০ টিতে হার মেনেছেন। ব্যাট হাতে কোহলি আরসিবিতে ভালো পারফরমেন্স করেছেন ১৩৯ ইনিংসে ৫ শতক সহ ৪৮৭১ রান করেন। অপরদিকে আইপিএলে( Dhoni Virat ) আর এক জায়েন্ট এমএস ধোনির অধিনায়কত্বের রেকর্ড ২০৪ ম্যাচে সিএসকে দলের নেতৃত্ব দিয়েছেন। ১২১ ম্যাচে জিতেছেন। ৮২টি ম্যাচে পরাজয় চেন্নাই সুপার কিংসের। একটি ম্যাচ ফলাফল শূণ্য। আইপিএল শিরোপা পেয়েছেন ৪টি।