কড়া নির্দেশ পান্ডিয়াকে, বিসিসিআই এর নির্দেশ অমান্য করলে আইপিএল খেলতে পারবেন না হার্দিক

রাজকুমার মণ্ডল, কলকাতা : আইপিএল শুরুর আগেই বিপত্তির সূত্রপাত। প্রথমেই হার্দিক পান্ডিয়াকে ( Hardik Pandya ) কড়া নির্দেশ দেশের প্রধান ক্রিকেট নিয়ামক সংস্থার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই পরিস্কার জানিয়ে দিল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে আইপিএলের আসন্ন মরসুমে খেলতে দেওয়া যাবে না। হার্দিক পান্ডিয়া( Hardik Pandya ) ইতিমধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট টেস্ট করেছেন। অলরাউন্ডার পান্ডিয়া আবার কয়েক দিনের মধ্যেই বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গেলে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর আগে মেগা নিলামের আগে এই অলরাউন্ডারকে পাশ করিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএল-এ নতুন মরশুমে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে গুজরাট টাইটান্স। দলে সদ্য নির্বাচিত হওয়া ফ্র্যাঞ্চাইজি একই পরিমাণে রশিদ খানের সাথে হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকা দরে কিনেছে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড় শুভমান গিলকে রেখেছে ৮ কোটি টাকায়। বিসিসিআইয়ের সূত্রে জানা গেছে হার্দিক পান্ডিয়াক( Hardik Pandya ) দুই দিন এনসিএ-তে থাকবেন। আইপিএলে খেলার সবুজ সংকেত পাওয়ার আগে সবকটি ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে। প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে হার্দিক পান্ডিয়া কোনো ঘরানার ক্রিকেট খেলেননি। এমনকি রঞ্জি ট্রফির চলতি মরশুমেও বরোদা স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নেন।
আরো পড়ুন বিষ্ময় বালকের কীর্ত্তি, বেহালার মুচিপাড়া থেকে পাড়ি মুম্বইয়ে মাস্টার ব্লাস্টারের ডেরায়
বিসিসিআই সূত্রটি স্পষ্ট জানিয়েছে হার্দিক পান্ডিয়াকে ফিটনেস পরীক্ষা পাস করতেই হবে। সব ক্রিকেটারদের জন্য যা বাধ্যতামূলক। দিনকয়েক আগেও শ্রেয়াস আইয়ারও ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রাক্তন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটার আইপিএল খেলার আগে কাঁধের অস্ত্রোপচারের পরে ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়ার ( Hardik Pandya ) সামনে আবার বড় চ্যালেঞ্জ। কারণ তাকে যেকোনো মূল্যে পরীক্ষাগুলো পাস করতে হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ এটি বাধ্যতামূলক করা হয়েছে। গুজরাট টাইটান্সের ব্যাটার, অধিনায়ক, ফিনিশার হার্দিক প্রস্তুত। এনসিএ-র স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন দল হার্দিক পান্ডিয়া বোলিংয়ে কড়া নজর রাখতে চলেছে।