IC-814 হাইজ্যাকার মিস্ত্রি জহুর ইব্রাহিমকে গুলি করা হয়েছে: পাকিস্তান সরকার।

১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লিগমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট IC-814 যে সমস্ত জঙ্গীরা হাইজ্যাক করে তাদের মধ্যে অন্যতম সন্ত্রাসবাদী মিস্ত্রি জহুর ইব্রাহিমকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে এই ঘটনা ঘটেছে বলে জানায় ইমরান খানের সরকার।
আরও পড়ুন:জনসাধারন আপনাকে বিচার করার প্রবণতা রাখে, বিশেষত যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী হন: Sakshi Dhoni
জইশ-এ-মোহাম্মদ এর এই জঙ্গি দীর্ঘদিন পাকিস্তানের করাচিতে ‘জাহিদ আখুন্ড’ নামে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল বলে জানা যাচ্ছে। ১লা মার্চ করাচির আখতার কলোনিতে এক বন্ধুকধারি এসে ইব্রাহিমকে পয়েন্ট ব্লাঙ্ক দূরত্বে ২ বার গুলি করে। সিসি টিভি ফুটেজ থেকে জানা যায়, ২ জন বাইকে চেপে এসে তাকে গুলি করে, পরিচয় গোপন জন্য তাদের মাথায় ছিল হেলমেট। করাচিতে অবস্থিত আখতার কলোনিতে ক্রিসেন্ট ফার্নিচার নামে একটি দোকানের মালিক ছিল ইব্রাহিম। সূত্র অনুযায়ী জানা গেছে, জইশ-এ-মোহাম্মদ- এর কমান্ডার রউফ আজহার -কে ইব্রাহিমের শেষ কৃত্যে দেখা যায়, যাকে উড়ি এবং পুলওয়ামা আক্রমণের জন্য দায়ী করেছে ভারত সরকার। ২৪শে ডিসেম্বর ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লি গামি এরোপ্লেন IC-814 হাইজ্যাক করে ইব্রাহিম সহ আরো ৪ জন পাকিস্তান -এর জঙ্গি। সেই মুহূর্তে প্লেনে উপস্থিত ছিলেন ১৭৯ জন যাত্রী এবং ১১ জন ক্রু মেম্বার। একটি লম্বা যাত্রাপথ পেরিয়ে এরোপ্লেন গিয়ে নামে আফগানিস্থানের কান্ধারে, যা তখন তালিবানের ক্ষমতাধীন ছিল।
আরও পড়ুন:ভিখারিকে টাকা না দেওয়ায় একাকি মহিলাকে খুন, চাপ চাপ রক্ত দেখে এলাকায় আতঙ্ক
রুপিন কতিয়াল নামের এক ২৫ বছর বয়সী যাত্রীর প্রাণ যায় এই হাইজাকের জন্য। যাত্রীদের বিনিময়ে সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়ার দাবি জানায় এই পাঁচ জঙ্গি। শেষমেষ ভারত সরকারকে মাসুদ আজহার আলভী, সৈয়দ ওমর শেখ এবং মুস্তাক আহমেদ জার্গার- দের মত ভয়ংকর পাকিস্তানি উগ্রপন্থীদের ছেড়ে দিতে হয়।