মুদ্রাস্ফীতি ও বেকারত্বে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দেশবাসীর পুষ্টির ব্যাপারেও চিন্তিত

রাজকুমার মণ্ডল, কলকাতা  বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি পাকিস্তানিদের জন্য উদ্বেগের বিষয়। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন (‌ Imran Khan )‌  মুদ্রাস্ফীতি ধীরে ধীরে বাড়ছে ক্রমশ। একদিকে বেকারত্ব বেড়েই চলেছে। অন্যদিকে যাবতীয় খাদ্যদ্রব্যের দাম উত্তরোত্তর উর্দ্ধগামী। প্রধানমন্ত্রী ইমরান খান মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে একটি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু অর্থনৈতিক সানুকূল্যের অভাবে এর কার্যকারিতা যথাযথভাবে প্রয়োগ করা সম্ভবপর হচ্ছে না। ইমরান খান (‌ Imran Khan )‌ বলেন, আলু বা টমাটোর মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে তা জানার জন্য  আগ্রহী নন। বরং পাকিস্তানিরা পুষ্টির বিষয়ে যত্নশীল কিনা তা জানা জরুরী। বিশেষ করে তরুণ প্রজন্মকে কিভাবে নিদৃষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় বা এই প্রজন্মের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায় তার দিকে নজর রাখাটাই শ্রেয় বলে মনে করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।Imran Khan

সমীক্ষা অনুসারে, ১২ শতাংশ বেশি মানুষ জানান তুলনামূলকভাবে পাকিস্তানে মুদ্রাস্ফীতি নিয়ে বেশ চিন্তিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (‌ Imran Khan )‌ র পরিচয়ে নিজেদের পরিচিত করতে চাই। সত্যকে সমর্থন ও প্রতিষ্ঠিত করার কথা পল্লেখ করেন ইমরান খান। বিগত ২৫ বছর ধরে এই একই প্রচার করেছেন বলে দাবি করলেন তিনি। আবারও বলেন দেশের তরুণদের স্বার্থে একজন রাজনীতিবিদ হয়েছিলেন। পাকিস্তানিরা প্রধানমন্ত্রীর সমালোচনা করে অনেক সময় বলে থাকেন তিনি জনগনের সমস্যায় সর্বদা উদাসীন।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌দ্যা কাশ্মীর ফাইলস কি একটি ইসলাম বিরোধী ছবি! জেনে নিন সত্যি

এর আগেও বহুবার প্রধানমন্ত্রী ইমরান খান (‌ Imran Khan )‌ সমালোচনার সম্মুখীন হয়েছেন। খান বলেন একটি জাতি গঠিত হয় আদর্শের ভিত্তিতে। আল্লামা মোহাম্মদ ইকবালের প্রস্তাবিত পাকিস্তানের প্রকৃত আদর্শ উপলব্ধি করে কাজ করার স্পৃহা প্রকাশ করেন তিনি। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি পাকিস্তানিদের জন্য উদ্বেগের শীর্ষ বিষয়। আগস্ট ২০১৯ থেকে ধারাবাহিকভাবে বাজার গবেষণা সংস্থার  ৯০ দেশের উপস্থিতির একটি সমীক্ষা পর্যবেক্ষন করে জানা যাচ্ছে মুদ্রাস্ফিতির পরিস্থিতি। সমীক্ষা অনুসারে, এক বছর আগের তুলনায় ১২ শতাংশ বেশি উত্তরদাতা বর্তমান পাকিস্তানের মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত বলে জানা গেছে। ২০০৮ সাল থেকে উচ্চ অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমান বৃদ্ধি এবং বিরোধীদের অনাস্থা পদক্ষেপ সহ একাধিক চ্যালেঞ্জের সাথে লড়াই করছে সরকার। অধিকাংশ পাকিস্তানির ধারনা প্রধানমন্ত্রী ইমরান খান দেশের দরিদ্রদের নিয়ে চিন্তিত নন।




Leave a Reply

Back to top button