Sri Lanka Crisis: শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত, পাঠানো হচ্ছে খাদ্য ও জ্বালানি

অনীশ দে, কলকাতা:  এ যেনো নরক। নেই বিদ্যুৎ, নেই পর্যাপ্ত রান্নার গ্যাস, এমনকি সামান্য খাবারের জন্য হাহাকার করছে একটা গোটা দেশ(Sri Lanka Crisis)। ঠিকই ধরেছেন, জায়গাটি রাবণের লঙ্কা যার পরবর্তীকালে নাম পরিবর্তন করে রাখা হয় শ্রীলঙ্কা(Sri Lanka Crisis)। ভারত সরকার আগেই জানায় এই পরিস্থিতিতে তারা শ্রীলঙ্কাকে পূর্ণ সহযোগিতা এবং সাহায্য করবে। এবার ভারতবর্ষ থেকে খাবার ও জ্বালানি সরবরাহ করা হলো শ্রীলঙ্কায়(Sri Lanka Crisis)। সংবাদসংস্থা অনুযায়ী ইন্ডিয়ান ওয়েলের একটি তেলের ট্যাংক ইতিমধ্যেই পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায়(Sri Lanka Crisis) শনিবার প্রায় ছয় হাজার মেট্রিকটন- এর জাহাজ পৌছিয়েছে।

sri lanka

শ্রীলঙ্কার(Sri Lanka Crisis) বিদ্যুৎ সরবরাহের জন্য যে পর্যাপ্ত জ্বালানি নেই সেটা আগেই জানায় সাইলন ইলেকট্রিসিটি বোর্ড। এর জেরে প্রায় ১২ ঘন্টার অধিক বিদ্যুৎ থাকছে না সে দেশে। সেই কারনেই জ্বালানি সাহায্য ভারতের। অন্যদিকে খাবারের মজুত প্রায় শেষের ডিকে হওয়ায় দেশ(Sri Lanka Crisis) ছাড়ছেন অনেকে। এই সমস্যার কথা মাথায় রেখে ভারত সরকার প্রতিশ্রুতি দেয় যে ভারত থেকে প্রায় ৪০ হাজার মেট্রিকটন চাল শীঘ্রই পৌঁছে দেওয়া হবে এই দেশে।ভারত সরকার আগেই সাহায্যের ঘোষনা করে শ্রীলঙ্কার(Sri Lanka Crisis) জন্য। প্রথমে ঋণ শোধের সময়সীমা বাড়ানো এবং পরবর্তীতে খাবার ও জ্বালানির সাহায্যের মাধ্যমে যে ভারত কূটনৈতিক স্তরে চায়নাকে কোণঠাসা করতে পারবে, তা নিয়ে অনেকেই আশাবাদী। ভারত সরকার এও জানায় বিশ্বের ১নং চাল সরবরাহকারী দেশ হওয়ায় তারা শ্রীলঙ্কাকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করবে। অবশ্য এর বিস্তারিত হিসেব এখনও মেলেনি।

sri lanka 3

শ্রীলঙ্কার(Sri Lanka Crisis) এই পরিস্থিতির জন্য রাজনৈতিকবিদরা দায়ী করছেন সেই দেশের রাষ্ট্রপতি গতোবায়া রাজাপাকসেকে(Gotabaya Rajapaksa)। ক্ষমতায় আসার পর(Gotabaya Rajapaksa) দেদার কর মুকুব এর জেরেই যে এই পরিস্থিতি তা জানিয়েছেন অনেকেই। এছাড়াও শ্রীলঙ্কার বেশিরভাগ পন্যই আমদানি করতে হয় যার মধ্যে অন্যতম উপাদান কাগজ। কাগজের অভাবের জেরে সে দেশে স্থগিত রয়েছে নানান ক্লাসের পরীক্ষা। এছাড়াও শ্রীলঙ্কার(Sri Lanka Crisis) অন্যতম আয়ের উৎস ছিল পর্যটন। কিন্তু ২০১৯ সালে সেইদেশের ৩টি গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলের সামনে সুইসাইড বোম্বিং করে মুসলিম উগ্রপন্থীরা।

আরও পড়ুন: The Kapil Sharma Show ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বঙ্গসন্তান সুমনার , জেনে নিন কারন

যার জেরে পর্যটন শিল্প একেবারে তলানিতে ঠেকেছে এই দেশের। তার উপর চায়নার কাছে বিপুর অর্থের ঋণ যে তাদের ফাঁদে ফেলেছে সেটা উপলব্ধি করতে রাজাপাকসের(Gotabaya Rajapaksa) বেশ কিছু সময় লাগে। কিন্তু কিভাবে আবার সুস্থ পরিবেশে ফিরবে সোনার লঙ্কা, কিভাবেই বা খাদ্য ও জ্বালানি সংকট মেটাবে এই দেশ এখন সেদিকেই নজর সারা বিশ্ববাসীর।




Leave a Reply

Back to top button