প্রাণে বাঁচতে হেঁটেই ইউক্রেন সীমানা পার ভারতীয় পড়ুয়াদের, স্মৃতির পাতায় ঢেউ তুলছে ভারতের পরিযায়ী সঙ্কট

করোনা মহামারি দ্বিতীয় ঢেউ। ভারতে ফের লকডাউন। দিন প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায় লকডাউনের জেরে বন্ধ সকল কর্মস্থল, পরিবহণ। বাড়ি ফিরতে হবে শ্রমিকদের। সরকার এক রাতের মধ্যে লকডাউন ( Russia-Ukraine War ) ডাকায় বাড়ি ফেরার সময় পাননি তাঁরা। তাই নিজের পথ নিজেই বানিয়েছিল সেই শ্রমিকরা। দেশের বিভিন্ন রাজ্যের সীমান্ত ধরে শুরু করেছিল হাঁটতে। গন্তব্যস্থল নিজের গ্রাম। এই নজির ভোলেনি বিশ্ববাসী। বিশ্বের বড় সংবাদমাধ্যম বিশ্ব জুড়ে প্রচার করেছিল এই ঘটনার খবর।

এবার সেই একই নজির ফুটে উঠেছে বিশ্বের সামনে। তবে এবার আর ভারতে নয়। সুদূর ইউক্রেনে ঘটেছে একই ঘটনা। বিগত কয়েকদিন ধরে ( Russia-Ukraine War ) রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে পড়ে বিধ্বস্ত ইউক্রেনের নাগরিকগণ। আর এই সমস্যা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেনি ইউক্রেনে উপস্থিত ভারতীয়রাও। মেডিক্যালের পড়াশোনা করতে এসে যুদ্ধের মাঝে আটকে পড়েছে বহু ( Russia-Ukraine War ) ভারতীয়। ইতিমধ্যে, আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ায় নিজের দেশেও ফিরতে পারছে না তাঁরা। ফলত, শেষ উপায় হেঁটে সীমানা পার করাই। এদিন ৪০ জন ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন ও পোল্যান্ডের সীমানায় ছেড়ে দেওয়া হয় তাঁদের কলেজ বাসের মাধ্যমে। সেখান থেকে হেঁটেই সীমানা পার করার সিধান্ত করে নেয় ভারতীয় পড়ুয়ারা।

গোটা ঘটনার নানা ছবি ও ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে পড়ে বিপর্যস্ত বহু ভারতীয় পড়ুয়া। নেই বাড়ি ফেরার কোনও রকম পথ। রাশিয়ার আক্রমণের জেরে বন্ধ হয়ে গেছে বায়ু পরিবহণ ব্যবস্থা। রাজধানীতে রাশিয়ার সেনা সঙ্গে ক্রমাগত যুদ্ধে মেতে রয়েছে ইউক্রেনের সেনারা। এই পরিস্থিতিতে সুরক্ষিত ভাবে ঘরে ফিরতে হাঁটা পথকেই বেছে নিল পড়ুয়ারা।

আরও পড়ুন…সমাজের পাহারাদারই এখন চোর! তেলেঙ্গানা গণধর্ষণ মামলায় গ্রেফতার এক পুলিশ কর্মী

উল্লেখ্য, বর্তমানে ইউক্রেন জুড়ে মোট ১৬ হাজার ভারতীয় রয়েছে। যার মধ্যে অধিকাংশই পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে কোনও রকম উপায় বেঁচে নেই তাঁদের কাছে। এমতাবস্থায় ইউক্রেন সরকারের উদ্যোগেই সীমানা পার করার সিধান্ত নেয় ভারতীয় পড়ুয়ারা। কেউ কেউ চলে যায় ইউক্রেন-পোল্যান্ড সীমানায়, কেউ কেউ আবার ইউক্রেন-রোমানিয়া সীমানায়। সেখান থেকেই অন্য দেশে পাড়ি দিয়ে ভারতে ফিরতে চায় তাঁরা। ইউক্রেনে ভারতীয় অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে জানা গেছে, যে সকল ভারতীয় পড়ুয়ারা ( Russia-Ukraine War ) ইউক্রেন সীমানা পার করে প্রতিবেশী দেশে পলায়ন করতে সক্ষম হবে তাঁদের সকলকেই ভারত সরকারের উদ্যোগে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হবে।




Leave a Reply

Back to top button