Indians in Ukraine: ‘আমার দিদিকে ফিরিয়ে দাও’, ইউক্রেনের আটকে থাকা দিদিকে ফিরে পেতে কাতর আর্জি একরত্তির

রিমা শিয়ালী,কলকাতা: ইউক্রেনে ইতিমধ্যে বেজেছে যুদ্ধের দামামা ( war in Ukraine )। গত বৃহস্পতিবার রাশিয়ার তরফ থেকে পাঠানো সামরিক অভিযান ইউক্রেনে যে ভয়াবহতা সৃষ্টি করেছে তা গোটা বিশ্বের উদ্বেগ আরও বৃদ্ধি করেছে। আর এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আটক হয়ে রয়েছে বহু ভারতীয় ( Indians In Ukraine ) । যুদ্ধকালীন দশায় এয়ারলাইন ( airlines ) বন্ধ থাকায় কেউই ফিরতে পারছে না নিজ দেশে। আর এর মধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর তাতেই উদ্বেগ বেড়েছে ভারতীয়দের। শনিবার সকালেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজ টুইটার হ্যান্ডেলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া দু:স্থ ভারতীয় ছাত্রদের ( Indian students ) একটি ভিডিও টুইট করেছেন। ওই ভিডিও পোস্ট করেই সোনিয়া পুত্র ভারত সরকারকে দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন।

মিলছে না কোনও প্রকার সাহায্য

শনিবার সকালেই রাহুল গান্ধী টুইটারে যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। ভিডিওতে দেখতে পাওয়া যায় আবছা আলোকিত বাঙ্কারের মধ্যে লুকিয়ে রয়েছে বহু ভারতীয় ছাত্র। ভিডিওটিতে ব্যাঙ্গালোরের বাসিন্দা দুই ছাত্রীকে ভারত সরকারের কাছে তাদের ফিরিয়ে নেওয়ারও আবেদন করতে দেখা গেছে। তবে হতাশার কথা এই যে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে মিলছে না কোনও প্রকার সাহায্য, এমনটাই দাবি সেই দুই শিক্ষার্থীর। দুই ছাত্রীর মধ্যে মেঘনা নামে একজন ছাত্রীর মতে ইউক্রেনের সমস্ত অংশ থেকেই ভারতীয়রা বাঙ্কারের মধ্যেই আশ্রয় নিয়েছেন। যুদ্ধের দরুন বন্ধ ইউক্রেনের সমস্ত দোকানপাট এবং বাজার। ফলস্বরূপ ২৪ ঘন্টার বেশি সময় ধরে মিলছে না কোন খাবার ও পানীয় জল। এমনকি বাঙ্কারে অনেক লোক একসাথে থাকার ফলে সঠিকভাবে বায়ু চলাচলও দুর্বিষহ হয়ে উঠেছে। থেকে থেকেই বাইরে শোনা যাচ্ছে বোমা বর্ষণ। মেঘনার বক্তব্য এসবের মধ্যেও সরকারের তরফ থেকে কোনও প্রকার বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়নি। এত সময় ধরে বাঙ্কারে থাকা তাদের পক্ষে সত্যিই কঠিন হয়ে পড়ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারত সরকারকে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তারা।

আমার দিদিকে ফিরিয়ে দাও

রাহুল গান্ধী টুইট করা ভিডিও ফুটেজের একদম শেষে একটি শিশুর দেখা মেলে যে নিজেকে মেঘনার ভাই বলে পরিচয় দেয়। ভিডিও শেষে দেখা যায় শিশুটি ভারত সরকারের কাছে তার দিদিকে ফিরে পাওয়ার আবেদন জানিয়ে বলে যে তার দিদি ইউক্রেনে আটকে পড়েছে। ভারত সরকার কী তার দিদিকে ফিরিয়ে আনার কোন প্রকার সাহায্য করতে পারবে না? সে তার দিদিকে ফিরে পেতে চায়।

 

এপ্রসঙ্গে কি বলছে ভারতীয় দূতাবাস?

ইউক্রেনের ভারতীয় দূতাবাস ভারতের নাগরিকদের কর্মকর্তাদের সঙ্গে কোন প্রকার সমন্বয় ছাড়াই সীমান্তের চেক পয়েন্টে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। শনিবার সকালেই ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে করা একটি টুইটে জানানো হয় দেশের বিভিন্ন সীমান্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গিয়েচে। এরূপ পরিস্থিতিতে সকল নাগরিকদের একসাথে সরিয়ে আনার জন্য দূতাবাসগুলি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মতে এই পরিস্থিতিতে বাড়িতে থাকাই সবথেকে বেশি নিরাপদ হবে। বাড়িতে নিরাপদে থেকেই খাবার ,পানীয় জল এবং সুযোগ সুবিধা পাওয়ার জন্য ধৈর্য ধরতে বলেছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন: Ukraine-Russia war : দেশবাসীর মনোবল বাড়াতে টুইটারে ভিডিও বার্তা রাষ্ট্রপতি জেলেনস্কির

ভারতের পদক্ষেপ

রাশিয়ান সামরিক বাহিনীর আক্রমণে ইউক্রেনের আকাশপথ বন্ধ থাকায় ভারত স্থলপথের মাধ্যমেই নাগরিকদের সরিয়ে আনার ব্যবস্থা করছে। ভারতের তরফ থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড থেকে সরকারি দল পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন যে নিরাপদ রুট গুলি চিহ্নিত করা হচ্ছে যার মাধ্যমে নাগরিকদের সরিয়ে আনা যাবে।

আরও পড়ুন:ফের বাজাল বিয়ের সানাই, রাজকীয় সাজে আম্বানি পরিবার, বিয়ের পিঁড়িতে বসছে কে




Leave a Reply

Back to top button