নতুন মেক-‌আপে চেনা দায়, খাকি শার্ট ও ট্রাউজারে ইনিই গলা ফাটাবেন গ্যালারিতে

রাজকুমার মণ্ডল, কলকাতা : দেখে চেনার উপায় নেই বললেই চলে। তবে ঠাহর করা যায়। সিংহের কেশরে আইকনিক স্টাইলে মহেম্দ্র সিং ধোনি। আইপিএল-‌এ এক্কেবারে নতুন টিজারে (‌ IPL teaser )‌ ধোনি। বেসরকারী মাধ্যমের সম্প্রচারে নিজেকে পাল্টে ফেলেছেন ধোনি। চলতি বছরের আইপিএলের নতুন টিজারে চেনা দায় মহেন্দ্র ধোনিকে। একঝলক দেখে মনে হতেই পারে ‘শোলে’-র সিনেমার চিরপরিচিত ভিলেন গব্বর সিং। আবার গব্বর সিং-‌ও নন তিনি। মনে হতেই পারে এরো অনেক কিছু। মুম্বইয়ের বাসচালক?‌ বিপুলভাবে ভাইরাল হওয়া টিজারে স্পষ্ট খাকি শার্ট ও ট্রাউজার পরিধান করেছেন ধোনি (‌ IPL teaser )‌ । হাতা গোটানো শার্টের রং খাকি। চেক রুমাল গলায় ঝোলানো। চুলে মিঠুন ছাঁটে কেশরাশি উন্মুক্ত। হিয়া বড় গোঁফে মাহী ভাই এক অপরূপ চিত্তাকর্ষক ধোনি। IPL teaser

আরর সাগর পাড়ে চার স্টেডিয়ামে ২০২২ এর আইপিএল  (‌ IPL teaser )‌ । মহারাষ্ট্রের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সব মিলিয়ে কুড়িটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রেবোর্ন স্টেডিয়াম ও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে পনেরটি ম্যাচ। গ্রুপ বি-তে থাকছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ বিশ্বের সেরা স্নাইপার ‘ওয়ালি’, রইল ‌রাশি‌য়া-‌ইউক্রেন যুদ্ধে সেই সেনার পরিচয়

বিশেষ আকর্ষন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল অকশনে ধোনির দর বারো কোটি টাকা। প্রত্যাশামতই নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২৬ শে মার্চ আইপিএল শুরুর আগেই ভাইরাল চেন্নাই অধিনায়ক। ধোনি আইপিএল-‌এ নতুন টিজারে ধোনি  (‌ IPL teaser )‌ রেডি হচ্ছেন চমক দিতে। হাতে মাইক। চিৎকার করে মাত করতে আগ্রহী নতুন রুপের নায়ক। বিশ্বজয়ী অধিনায়ক জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট কেরিয়ারের বরাবরই নিজস্ব স্টাইলে যুবসমাজের আইকন। ধোনির সিংহের কেশরের মতো হেয়ারস্টাইল অনেকেরই মন জয় করেছিল একসময়।




Leave a Reply

Back to top button