বিরাট লাফ জো রুটের, সামনে শুধু ব্র্যাংডম্যান-‌কোহলি

রাজকুমার মণ্ডল, কলকাতা : ‌জো রুট টপকালেন বিরাট কোহলিকে। আন্তজার্তিক ক্রিকেটে এলিট তালিকায় বিরাটকে টপকে নিজের নাম নথিভূক্ত করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (‌ Joe Root )‌ । বার্বাডোজের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জো রুট ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়ক  অ্যালিস্টার কুকের একটি দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে ফেলেন রুট। ব্যাটারদের অভিজাত তালিকায় অর্থাৎ এলিট গ্রুপে থাকা বিরাট কোহলিকে টপকে যান। ব্যাটিং পজিশন চার নম্বর থেকে তিন নম্বরে পরিবর্তিত হওয়া সত্ত্বেও জো রুট টেস্ট ক্রিকেটে ব্যাটিং ফর্ম একই রেখেছেন।Joe Root

অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের দুর্দান্ত খেলার পর বার্বাডোজের কেনসিংটন ওভালে দ্বিতীয় টেস্টে ১৫৩ (‌ Joe Root )‌  রান করেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৫০৭ রানের পাহাড়ে দাঁড় করেয়ে দেন। তারকা অলরাউন্ডার বেন স্টোকসের যোগ্য সাহচর্য পেয়েছিলেন রুট। বেন স্টোকস ১২৮ বলে ১২০ রানের চমৎকার ইনিংস খেলেন। ১২টি ইনিংসে ১৫০ এর বেশী রান করার রেকর্ড গড়লেন রুট।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ সেঞ্চুরির খরা কোহলির, বিরাট ছোবল বাবর-‌রুট রোহিতদের

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো খেলোয়াড় হিসাবে সর্বাধিক ১৫০ এর বেশী রান করার কৃতিত্বে প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুককে (‌ Joe Root )‌  টপকে যান। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক। রুটের ১২ টি ইনিংসে ১৫০ এর বেশী রান করার মধ্যে ৭টি অধিনায়ক হিসাবে এসেছে।  ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সর্বাধিক ইনিংসে ১৫০ এর বেশী রান সহ সর্বকালের অন্যতম অধিনায়কদের তালিকায় রুট  (‌ Joe Root )‌ তৃতীয়। অভিজাত অর্থাৎ এলিট তালিকায় অধিনায়ত্বের বিচারে রুটের উপরে রয়েছেন শুধু কোহলি ৯ টি এবং অস্ট্রেলিয়ান গ্রেট ডন ব্র্যাডম্যান ৮টি।




Leave a Reply

Back to top button