লখনউ সুপার জায়ান্ট কেএল রাহুল, নতুন দলের অধিনায়কত্বই বড় চ্যালেঞ্জ

রাজকুমার মণ্ডল, কলকাতা : কেএল রাহুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০২২ এর আইপিএল ( KL Rahul ) । লখনউ সুপার জায়ান্টস এর অধিনায়ক ভারতীয় ব্যাটার কেএল রাহুল। গত মরসুমের আইপিএল এ রাহুল খেলেছিলেন পাঞ্জাব কিংসে। এবার রাহুলকে ড্রাফ্ট করা হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির মেগা নিলামে। ভারতের প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া বলেন যোগ্য অধিনায়ক রাহুলক সফল ব্যাটসম্যান হিসাবেও নিজেকে প্রমাণ করতে পারবে। চোপড়া আরও বলেন রাহুলকে এই মরসুমে নিজের স্বাধীনতা নিয়ে ব্যাট করত পারবে। ভারতীয় ব্যাটার কেএল রাহুল প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ( KL Rahul ) ২০২২ মরসুমে লখনউ সুপার জায়ান্টস বা এলএসজি এর নেতৃত্ব দিতে প্রস্তুত৷
রাহুল একজন ক্লিন স্লেট। পাঞ্জাব কিংসে তিনি কিছুটা ধীর গতিতে খেলছিলেন কারণ সেটি ভিন্ন রকমের দল ছিল। এখন নিজের স্কোয়াড নিজেই তৈরী করে নিতে পারবে রাহুল। এবং নিজে আরো সাবলীল স্বাধীনতা নিয়ে অবাধে খেলতে পারবে। আসন্ন আইপিএল এ এটাই রাহুলের ( KL Rahul ) চ্যালেঞ্জ। অধিনায়কত্বের যথাযথ প্রমাণ নিজেকেই করতে হবে রাহুলকে বললেন আকাশ চোপড়া। প্রসঙ্গত ২৬ মার্চ শনিবার থেকে শুরু হবে। আইপিএল ২০২২। লখনউ সুপার জায়ান্টস বা এলএসজির প্রধান কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ার। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর এলএসজির পরামর্শদাতা।
আরও পড়ুন প্র্যাঙ্কস্টার সেন ওয়ার্ল্ড বিটার, ঘরকুনো ছেলে লক্ষ্য বিশ্ব খেতাবের দোরগোড়ায়
দুজনের সামনে অধিনায়ক হিসাবে রাহুলের নিজেকে তৈরী করার সুযোগ থাকবে। যে কোনো ক্রিকেটারের কাছেই নিজের দক্ষতাকে নিখুঁতভাবে কার্যকর করার জন্য এরকম কম্বিনেশন প্রয়োজন হয়। এলএসজিতে গৌতম গম্ভীর ও অ্যান্ডি ফ্লাওয়ার দুজন অভিজ্ঞ অধিনায়ককে( KL Rahul ) পেয়েছেন রাহুল। একজন ভাল অধিনায়ক, একজন অসাধারণ খেলোয়াড়, নিজের সেরাটা বের করাই একমাত্র লক্ষ্য থাকবে। ২৮শে মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এলএসজির প্রথম খেলা এবছর আইপিএল এর আর এক নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের বিপক্ষে খেলবে।