দু-দুবার ছয়-ছক্কার মালিক, মুম্বইকে একাই উড়িয়ে দিলেন ললিত যাদব

রাজকুমার মণ্ডল, কলকাতা : একাই একশো ললিত যাদব ( Lalit Jadav ) । উড়িয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। দিল্লির ক্রিকেটার হারা ম্যাচ বের করে আনলেন অনায়াসে। দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার ললিত যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধামাকা ক্রিকেটার ললিত। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সের গড়া ১৭৮ রানের বড় ইনিংস তাড়া করতে গিয়ে পরপর তিন উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ( Lalit Jadav ) । প্রথম থেকেই হাল ধরেন ললিত যাদব। একের পর এক উইকেট পড়তে দেখে একটুও বিচলিত হননি। এরপর তিনি ধৈর্য্য ধরে প্রথমে শার্দুল ঠাকুরকে নিয়ে ইনিংস শক্ত করতে শুরু করেন। পরে দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার ব্যাটার অক্ষর প্যাটেলকে নিয়ে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এ ললিত দিল্লি ক্যাপিটালস দলের হয়ে দারুন পারফমেন্স করেন। প্রথম ম্যাচেই নিজের কৃতিত্বে হারিয়ে দেন মুম্বই ইন্ডিয়ান্সকে। ললিত যাদব ঘরোয়া ক্রিকেটেও দিল্লির হয়ে ভালো পারফরমেন্স করেন। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে ৩৮ বলে ৪৮ রান করেন ২৫ বছর বয়সী ব্যাটার ললিত ( Lalit Jadav ) । ২টি ছক্কা ও চারটি চার মেরে জয় ছিনিয়ে নেন এই উঠতি তারকা। এখনও আইপিএল ললিতকে সেভাবে চেনেই না। ললিতকে ৬৫ লাখ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত আইপিএল এ ললিতের মোট রান ১১৬। স্কোরটা একদমই আহামরি নয়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ টেনে বের করে নিয়ে আসা ললিত এখন দলের সম্পদ।
আরও পড়ুন ১১ বছর পর খেতাব, সুইস ওপেনে শিরোপা পিভি সিন্ধু-র
ললিত যাদব দিল্লির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহন করেন ২০১৭ এ। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫২ রান করেন ললিত। ক্রিকেট জীবনের শুরুতে প্রথম চার ইনিংসে চার-চারটি অর্ধ শতরান করেন ললিত। দিল্লির কোনো ম্যাচে দুবার ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান ললিত যাদব। কোনও এক ম্যাচে ৪৬ বলে ১৩০ রান করেন এই মারকুটে ব্যাটার ( Lalit Jadav ) । চলতি আইপিএল এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্কোর বেশ তাৎপর্যপূর্ণ। দলের ভয়ঙ্কর সময়ে নিজে শক্ত হাতে হাল ধরে জয় বেল করে নেন এই ২৫ বছর বয়সী ললিত দিল্লি ব্যাটার। চারটি চার ও দুটি ছক্কা মেরে ইনিংসে শেষ ৩০ বলে ৭৫ রান জুড়ে দলকে জয় এনে দেন ললিত। ললিতের রানের সুবাদে প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল শুরু করল দিল্লি।