গুণধর ম্যাসাজম্যান, মালিশ করার অছিলায় ধর্ষণ বিদেশীনিকে

রাজকুমার মণ্ডল, কলকাতা : ম্যাসাজের অজুহাতে ধর্ষণ ( Man rapes ) । নেদারল্যান্ডের এক মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠল। ম্যাসেজ করার নাম করে ধর্ষন করে জয়পুরের বাসিন্দা এক ব্যক্তি। অভিযুক্ত ব্যাক্তি শহর ছেড়ে পালানোর চেষ্টা করলেও শেষমেস  ধরা পড়ে যায়। নেদারল্যান্ডের মহিলা রাজস্থান ভ্রমনে এসেছিলেন। জয়পুরে আয়ুর্বেদিক ম্যাসাজের অজুহাতে নেদারল্যান্ডের ঐ মহিলাকে ধর্ষণের ( Man rapes )  অভিযোগ উঠেছে।।ঘটনাটি ঘটেছে জয়পুর শহরেরই একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, আয়ুর্বেদিক ম্যাসাজ দেওয়ার অজুহাতে এই কাজ করা হয়েছিল।Man rapes

নির্যাতিতা নেদারল্যান্ডের বাসিন্দা যিনি রাজস্থান সফরে ছিলেন। জয়পুরের এক হোটেলে জনৈক ব্যক্তি ম্যাসাজ করার ভান করে প্রবেশ করে। নেদারল্যান্ডের মহিলার  ( Man rapes ) রুমে ঢুকে ম্যাসাজের অজুহাতে ধর্ষণ করেছে জয়পুরের ম্যাসাজম্যান। সিন্ধি ক্যাম্প থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তড়িঘড়ি চিরুনিতল্লাসী চালিয়ে পুলিশ মাত্র চার ঘণ্টার মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তি কেরালার বাসিন্দা।  জয়পুরের খাতিপুরায় ম্যাসেজ  ( Man rapes ) পরিষেবা প্রদানকারী হিসাবে কাজ করতেন। ঘটনার পরমূহুর্তে কেরালায় পালাতে গিয়ে ধরা পড়েন ম্যাসেজ পরিষেবা প্রদানকারী গুনধর।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ পরীক্ষায় উত্তীর্ণ হার্দিক, আইপিএল খেলার ছাড়পত্র পান্ডিয়ার

ডিসিপি পশ্চিম রিচা তোমর বলেন, পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। বিস্তর তদন্ত চলছে। রাজস্থানের জয়পুরে নেদারল্যান্ডের যে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনাটি শহরেরই এক হোটেলের ঘটনা। পুলিশ জানিয়েছে, আয়ুর্বেদিক ম্যাসাজ  ( Man rapes ) দেওয়ার অজুহাতে এই কাজ করা হয়। নির্যাতিতা নেদারল্যান্ডের বাসিন্দা যিনি রাজস্থান সফরে ছিলেন। আরো কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে প্রশাসনের করফ থেকে। পূর্ণাঙ্গ তদন্ত চলছে।




Leave a Reply

Back to top button