মেটাভার্সে গান গাইলেন বাংলার সিরিয়াল অভিনেত্রী, আন্তর্জাতিক স্বীকৃতির পথে “মেম বউ”

রাখী পোদ্দার, কলকাতা : বিনিতা চট্টোপাধ্যায়কে ( Binita Chakraborty) কে না চেনে। বাংলার ঘরে ঘরে সাধারণত তিনি “মেম বউ” ( Mem Bou) নামেই পরিচিত। সাংবাদিকতার ছাত্রী বিনিতা চট্টোপাধ্যায় “এক হাজারো মে মেরি ব্যাহেনা হ্যা” ( Ek Hazaron Main Meri Behna Hai) নামক হিন্দি ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করে থাকলেও বাংলা ধারাবাহিক “মেম বউ” ( Mem bou) তাঁকে নিয়ে গিয়েছিল উন্নতির শিখরে। তবে বেশ অনেকদিন হল লাইমলাইটে দেখা যায়নি এই অভিনেত্রীকে।অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিনিতা চট্টোপাধ্যায় ( Binita Chakraborty) এক জন সঙ্গীত শিল্পীও। তিনি গায়িকা হিসেবেও বেশ জনপ্রিয় শ্রোতাদের কাছে।

দুই নায়িকার মাঝে পিসছেন বলিউডের সেরা অভিনেতা, আসছে নওয়াজের নতুন ছবি

Mem Bou বিনিতা চট্টোপাধ্যায় ( Mem Bou) প্রথম ভারতীয় তথা প্রথম বাঙালি মহিলা যে তাঁর গানের ভিডিও প্রকাশ করেছেন মেটা ভার্সের ( Meta Verse) ভার্চুয়াল জগতে। গোটা ভারতবাসী গর্বিত এই খবরে। বিশ্বের নামকরা পপ সঙ্গীত তারকাদের দেখতে পাওয়া যায় এই মেটা ভার্সের ( Meta Verse) ভার্চুয়াল জগতে। ট্রাভিস স্কট, জাস্টিন বিবার ( Justine Bieber), মার্সমেলো, শন মেন্ডেস, স্নুপ ডগ এবং লেডি গাগার ( Lady Gaga) মতোন বিখ্যাত পপ সঙ্গীত শিল্পীরা এতদিন দাপিয়ে বেড়িয়েছেন এই দুনিয়ায়। এখন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য বিনিতা চট্টোপাধ্যায়কে ( Mem Bou) দেখতে পাওয়া যাবে এখানে।

Actress Kareena Kapoor : ঘরের মেঝেতেই হামাগুড়ি একরত্তির, জেহ-র জন্মদিনে দুই ভাইয়ের ছবি পোস্ট করিনার

Mem Bou : “মেম বউ” এর ভাইরাল মিউজিক ভিডিও

 

ধারাবাহিক “মেম বউ” ( Mem Bou) তে এক বিদেশিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই বিদেশিনী ভারতে এসে কিভাবে বাংলার গৃহবধূ হিসেবে সব কিছু মানিয়ে নেবে তার উপরই ভিত্তি করে এগোয় ধারাবাহিকের গল্প। বেশ জনপ্রিয়ও হয়েছিল এই ধারাবাহিক। “লাভ ইউ মম” নামে ইংরেজি গানটি মেটা ভার্সে ( Meta Verse) লঞ্চ করা প্রথম গান বিনীতা চট্টোপাধ্যায়ের। গানটির লেখা এবং সুর দুইই বিনীতার। গানটি গেয়েছেনও তিনি নিজেই। এর আগে “আপনা টাইম আয়েগা” ( Aapna Time Aayega) নামে একটি র‍্যাপ গান ( Rap Song) গেয়েছিলেন যার জন্য বেশ জনপ্রিয়ও হয়েছিল তিনি। গানটি স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপেল মিউজিকের মতোন অ্যাপলিকেশনগুলিতে বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে তে বিনিতা তাঁর মায়ের উদ্দেশ্যে গেয়েছিলেন এই ইংরেজি গানটি “লাভ ইউ মম” ( Love you mom)। ১২ই ফেব্রুয়ারি এই গানটি প্রথম রিলিজ করেছিল। এটি মুক্তি পেয়েছিল তাঁর ইউটিউব চ্যানেল “বিনি ডায়েরিজ”( Bini Diaries)-এ। বিনিতা তাঁর মাকে ভীষণই ভালোবাসেন। তাঁর মা একজন প্রাক্তন সেনা কর্মী। তিনি দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মরত ছিলেন। বিনিতা জানন, তিনি বাঙালি গায়িকা হিসেবে প্রথম যার অরিজিনাল মিউজিক ভিডিও রয়েছে মেটা ভার্স ( Meta Verse) দুনিয়ায়।




Leave a Reply

Back to top button