ক্যাপ্টেন কুল, অধিনায়ক নন, অধিনায়কোচিত উপস্থিতি ভক্ত-হৃদয়ে

রাজকুমার মণ্ডল, কলকাতা : ভিউয়ার্স চয়েশ। সবসময় এক নম্বরে থাকেবেন। মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni )। চেন্নাই সুপার কিংস-এর সিএসকে ফ্যানেদের আজীবন অধিনায়ক এমএস ধোনি। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর, জাতীয় রঙ ঝেড়ে ফেলেন গা থেকে। এরপর চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ান। অথচ এখনও তিনি একজন দক্ষ উইকেট-রক্ষক ব্যাটসম্যান ( MS Dhoni )। ভক্তদের হৃদয়ে অধিনায়কই থাকবেন। তিনি হলেন ব্যানার এমএস ধোনি, ক্যাপ্টেন ফর লাইফটাইম সিএসকে আইপিএল। এরকম লেখাগুলো আজও খুব প্রাসঙ্গিক। ধোনি-পাগলরা এমএ চিদাম্বরম স্টেডিয়ামের দেয়ালে লটকানো ব্যানারে প্রকাশ করতেন প্রগাঢ় ভালবাসা।
কোনো এক সময় অনিচ্ছা সত্ত্বেও রাইজিং পুনে সুপারজায়ান্টের বেগুনি জার্সি গায়ে তুলে নিয়েছিলেন। আবার পরে ফেরার পরই ধোনির বিশাল কাট-আউটের মালা পরিয়ে বরন করে নেয় উন্মত্ত জনতা। ধোনির প্রতি ভালবাসা স্রেফ একজন ক্রীড়াবিদরূপে সাফল্যের জন্যই। ক্যারিশমার, সাফল্য এবং গৌরবের জন্য। ধোনি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক ( MS Dhoni )। চারবার চ্যাম্পিয়ানের শিরোপা, পাঁচবার রানার আপ। সকল ফরম্যাটে অধিনায়কত্বের মাত্রা অনন্য। ঝুঁকি-প্রবণ এবং দুঃসাহসিক ছিলেন প্রাক-অধিনায়কত্ব ব্যাটিংয়েও। ধ্যানশীল এবং চিন্তাশীল মানসীকতায় সবকিছুকে সহজাত দেখাতেন। ধোনির যে প্রতিকৃতি স্কেচ তৈরী করেন সমর্থকরা তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ইমপ্রেশন। কোচ স্টিফেন ফ্লেমিং মাঝেমধ্যেই বিশ্বকে মনে করিয়ে দেন যে ধোনিই ( MS Dhoni )সেরা। “তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে সাহায্য করেন যাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রত্যেকে প্রতিটি খেলা জিততে চায়। এটি সম্ভবত একটি কারণ, তিনি এবং সিএসকে সফল,”। ফ্লেমিং পর্যবেক্ষণ করেই উক্তিটি করেন।
আরও পড়ুন কাজ নেই সুপারস্টারের ছেলের, ১৪ বছর ধরে কাজের খোঁজে লড়াই মিঠুন-পুত্রের
২০১৮ সালে লিগ নিলামে ভিত্তি মূল্যের চারগুণে ধোনিকে নেওয়া হয়। ফাইনালে সেঞ্চুরিসহ ৫৫৫ রান করেন তিনি। সিএসকে অনেক তরুণদের তৈরী করেছেন ধোনি( MS Dhoni )। রবিচন্দ্রন অশ্বিন এবং রুতুরাজ গায়কওয়াড় থেকে শুরু করে দীপক চাহার এবং রবীন্দ্র জাদেজা পর্যন্ত বিশ্বমানের প্রতিভা তৈরি করেছেন ধোনি। ধোনি ( MS Dhoni )কাগজে কলমে সেরা দল কখোনোই বিবেচিত হতেন না অথচ সেরা পারফরমেন্স করে দলটি মরসুমের শেষে সেরা হিসাবে আবির্ভূত হয়েছে বারবার। ধোনি আপাতদৃষ্টিতে একজন বিদ্রোহী এবং বিপ্লবী একজন মানুষের পোশাকে। তিনি আর অধিনায়ক না থাকার মানে এই নয় যে তিনি আর অধিনায়ক নেই। তাঁর ভক্তদের হৃদয়ে চিরকাল তিনি থাকবেন শুধুই ক্যাপ্টেন হিসাবে ।