কপিল দেবকে টপকালেন ঋষভ পন্থ, বিশ্ব তালিকায় সামনে আরো দুজন

রাজকুমার মণ্ডল, কলকাতা  : কপিল দেবকে টপকালেন ঋষভ পন্থ  (Rishabh Pant ) । টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০ রান করেন ঋষভ।টেস্টে বিশ্বে দ্রুততম ৫০ রানের রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে পন্থ। ২০০৫ এ বেঙ্গালুরুতে শহিদ আফ্রিদির ভারতের বিরুদ্ধে ২৬ বলে হাফ সেঞ্চুরি এবং ১৯৮১ সালে ভারতের বিরুদ্ধে ইয়ান বোথামের ২৮ বলে ৫০ রানের পরই রয়েছেন পন্থ।Rishabh Pant

শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঙ্ক-বল টেস্টের ২য় দিনে, ঋষভ পন্ত (Rishabh Pant )  মাত্র ২৮ বলে তার অসামান্য ৫০ রান করেন। কপিল দেবের ১৯৮২ সালের রেকর্ড ভেঙে দেন পন্থ। করাচিতে পাকিস্তানের বিপক্ষে কপিল দেব ৩০ বলে অর্ধশতরান করেন। পন্থের (Rishabh Pant ) অর্ধশতকে রয়েছে ৭টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে ১০৯ রানে আউট করার পর ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৯ রান করে। শ্রেয়াস আইয়ার এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ১৮ এবং ১০ রানে ব্যাট করছিলেন।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আধার কাটালো জীবনের অন্ধকার, নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

ভারত ৩৪২ রানের লিড নেয়। ভারত  অধিনায়ক রোহিত শর্মা ৪৬ রান করেন।  প্রবীণ জয়াবিক্রমা তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল শ্রীলঙ্কান বোলার। ভারতের প্রথম ইনিংসের ২৫০ রানের জবাবে, শ্রীলঙ্কা ছয় উইকেটে ৮৬ রান করে। প্রথম ম্যাচে ইনিংস ও ২২২ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।এই টেস্টে বিশ্বে দ্রুততম ৫০ রানের রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে থাকা পন্থ (Rishabh Pant ) দলের অন্যতম প্রাপ্তি।




Leave a Reply

Back to top button