বক্স অফিস রেকর্ড, রাজামৌলির ছবি দুদিনে ছাড়াল ৪৩ কোটি

রাজকুমার মণ্ডল, কলকাতা : বক্স অফিসে আর আর আর ( RRR ) সুপারহিট। এসএস রাজামৌলির ছবির উপার্জন পৌঁছে গেছে উচ্চমাত্রায়। দ্বিতীয় দিনেও আর আর আর ঝোড়ো পারফরমেন্স অব্যাহত রেখেছে। ছবির হিন্দি সংস্করণ একদিনে আয় করেছে ২৩.৭৫ কোটি টাকা। আবার মোট দু দিনে সংগ্রহের নিরীখে সংগ্রহ ৪৩.৮২ কোটি।এসএস রাজামৌলির অ্যাকশন ফিল্ম আরআরআর বক্স অফিসে ৫০ কোটি অতিক্রম করেছে বলে জানা গেছে। তেলুগু সিনেমার হেভিওয়েট দুই তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআর দারুন পারফরমেন্সে দর্শকমন জয় করেছে। মুভিতে বলিউডের আলিয়া ভাট এবং অজয় দেবগন ক্যামিওতে অভিনয় করেন।আর আর আর ( RRR ) অভূতপূর্ব জনপ্রিয়তার জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। তিনি লিখেছেন, আর আর আর ( RRR ) এর জন্য আপনাদের উচ্ছ্বাসিত করতালির জন্য প্রত্যেককে ধন্যবাদ। ছবিটি বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইলসের আধিপত্যেও থাবা বসিয়েছে বলে মন্তব্য করেন রাজামৌলি। একটি গর্জন, প্রতিপালন ও ঘরোয়া মিশ্রণের ছবি আর আর আর(RRR ) মহাকাব্য-পৌরাণিক-অ্যাকশন-সুপারহিরো-ব্রোম্যান্স সবকিছু নিয়েই এসএস রাজামৌলির সংমিশ্রণ। ফিল্মটি প্রত্যেককেই দারুন মজা দিয়েছে। তিন ঘন্টার বেশী সময়ের ছবি ১৯২০-এর দশকে ভারতে ব্রিটিশ রাজত্বের দেশাত্মবোধক কাহিনী।
আরও পড়ুন ‘আর আর আর’ ঝড়ে টিকিটের দাম চড়েছে, ছবির মুক্তিতেই বাজিমাত
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রাজামৌলির ফিল্ম আর আর আর দর্শকদের জন্য মন কেড়ে নেওয়ার ছবি। দুই সুপার-স্টারকে সামনে রেখে ছবিটি অসাধারন মাত্রা নিয়েছে। ব্যাবসায়িক বিশ্লেষনে ছবিটির আয়ে উজ্জ্বল পরিসংখ্যাম দেখিয়েছে। মাল্টিপ্লেক্স দ্বিতীয় দিনে বড় লাভের সাক্ষী( RRR ) । একক স্ক্রীন রকিং এ তৃতীয় দিনে আরও বড় বৃদ্ধির সম্ভাবনা। সপ্তাহান্তে ৭০ কোটি টাকার টার্গেটে দৌড়চ্ছে রাজামৌলির ছবি। রাজামৌলির আর আর আর গত দু দিনে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির এগিয়ে রয়েছে বলে আশা করা হচ্ছে।