Russia Ukraine War : ‘ভারতীয় ছাত্রদের দেখশোনা আমাদেরকেই করতে হয়েছে’ – সিন্ধিয়াকে নিয়ে বিস্ফোরক রোমানিয়ার মেয়র

ইউক্রেনে ( Russia Ukraine War) আটকে থাকা ভারতীয় শিক্ষ্যার্থীর সাথে কড়া ভাষায় কথা বলেছেন ভারতের এক মন্ত্রী। এক ভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন খোদ রোমানিয়ার স্নাগভ শহরের মেয়র। সোশ্যাল মিডীয়ায় সেই কথা ছড়িয়ে পড়তেই একেবারে হুলুশ্তুল কান্ড। নেটিজেন্দের মধ্যে থেকে উঠে আসছে এক এক মত। কেউ বলছেন, মোদীর জয় না বলাতেই এই দুর্ব্যবহার আবার কেউ বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী দেশের নয় পার্টির গুনগান করতেই যুদ্ধ যুদ্ধ-বিধ্বস্তদের ( Russia Ukraine War) পাশে দাঁড়ানোর নাটক করতে গেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টকে দেওয়া একটি সাক্ষাতকারে রোমানিয়ার স্নাগভ শহরের মেয়র অ্যাঙ্গেল একথা জানিয়েছেন। একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই তার মন্তব্য এসেছে। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল এবং ভারতীয় এক মন্ত্রীর বচসা। 

গত সপ্তাহে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার তদারকি করতে রোমানিয়া যান ( Russia Ukraine War)। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে স্থলপথ ( By road) ও রেলপথের ( Railways) মাধ্যমে রোমানিয়ায় আনা হয়েছিল. ২রা মার্চ, সিন্ধিয়ার একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছিল যাতে তাকে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় ( Russia Ukraine War)। ভিডিওতে, স্নাগভের মেয়র মিহাই অ্যাঙ্গেল ছাত্ররা কখন ভারতে যাবেন সে বিষয়ে মন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইছিলেন। “আমি তাদের আশ্রয় ও খাবার দিই, তোমাকে নয়,” অ্যাঙ্গেল এই কথা বলেই তাঁদের ভারতে যাবার দিনক্ষন সম্বন্ধে জানতে চান। ভারতীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য তখন মেয়রকে উওর দেন, ‘আমি কি বলব, তা আমিই ঠিক করব’। 

Russia Ukraine Warএকদিকে অ্যাঙ্গেল যেমন জানাচ্ছেন, ১৫৭ জন ভারতীয় শিক্ষ্যার্থী তাঁর অঞ্চলে পৌঁছালে, তাঁদের দেখশোনা  অ্যাঙ্গেলকেই করতে হয়েছে, ভারতীয় দূতাবাস খুব বেশি সাহায্য করেনি। অন্যদিকে ইউক্রেনের টারনোপিল ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র ভিপিন সিং জানিয়েছেন, ‘সিন্ধিয়ার সহকারী ফোন করে আমাদেরকে (ছাত্রদেরকে) সিন্ধিয়ার প্রচেষ্টাকে ( Russia Ukraine War) ধন্যবাদ জানিয়ে ভিডিও রেকর্ড করতে বলেন। আমাদের মধ্যে কেউ কেউ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমাকে এটি রেকর্ড করতে হয়েছিল কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সত্যি কথা বললে তারা আমাকে এখানেই রেখে চলে যেতে পারে।”

আরও পড়ুন- বিশ্ব বাজারে রাশিয়ার আক্রমণ, নির্বাচন মিটতেই জ্বালানির জ্বালায় জ্বলতে পারে সাধারণ

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অবশ্য এই বিষয়ে কিছু জানাননি। বরং শিক্ষার্থীদের যত্ন নেওয়ার জন্য ( Russia Ukraine War) রোমানিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছেন, “আমাদের বাচ্চাদের নিজেদের মতো করে যত্ন নেওয়ার জন্য রোমানিয়ার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি।” 

আরও পড়ুন- ‘ফিটনেসকে গুরুত্ব সহকারে নেওয়াই আমার স্বপ্ন’ – জন্মদিনে সিষ্কপ্যাক রেজোলিউশন অনুপম খেরের

 




Leave a Reply

Back to top button