যুদ্ধের মাঝে অন্য চিত্র, কেনই বা ভারত ছেড়ে ইউক্রেনে মেডিক্যাল পড়তে যায় পড়ুয়ারা? রইল কারণ

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়া ( Russia-Ukraine War ) ওই দেশে আক্রমণ করলে যুদ্ধের চিন্তা এসে পড়ে ভারতের মাথায়ও। কারণ, যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে আটকে পড়ে ভারতের ১৬ হাজার নাগরিক। তাদেরকে গত তিন দিনে ফিরিয়ে আনার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় দূতাবাস। ইতিমধ্যে রোমানিয়া হয়ে অনেক ভারতীয় নাগরিককেই ফেরানো গেছে নিজ দেশে। তবে এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ( Russia-Ukraine War ) মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে একটি অন্যরকম তথ্য। জানা যায়, ইউক্রেনে যুদ্ধের পূর্বে সেখানে প্রায় ১৬ হাজার ভারতীয় নাগরিক বসবাস করত। যার মধ্যে অধিকাংশ পড়ুয়া।
মুলত, মেডিক্যালের পড়াশোনার সুত্রেই ওই দেশে পাড়ি দেয় এই পড়ুয়ারা। এই পরিস্থিতি একটি প্রশ্ন কিন্তু উঠছে বারংবার। তা হলে ভারতের চেয়ে কী ইউক্রেনে মেডিক্যালের পড়াশোনা ব্যবস্থা বেশি উন্নতমানে? কেনই বা ওই দূর দেশে শুধুই মেডিক্যালের ( Russia-Ukraine War ) পড়াশোনার জন্য পাড়ি দেয় ভারতীয় পড়ুয়ারা?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ইউক্রেনে ভারতের চেয়ে বহুগুণ সস্তা মেডিক্যালের পড়াশোনা। ভারতে যদি সরকারি কলেজগুলি বাদ দেওয়া হয়। তাহলে একটি বেসরকারি কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পেতে খরচ প্রায় এক কোটি টাকা। এদিকে, ( Russia-Ukraine War ) ইউক্রেনে সেই খরচ নেমে আসে অনেকটা নীচে। সেখানে ৬ বছরের মেডিক্যালে পড়াশোনা করার জন্য মোট খরচ পড়ে ২২ থেকে ২৫ লক্ষ টাকা। পাশাপাশি, ভারতের তুলনায় বা বলা চলে বিশ্বের অন্যান্য যে কোনও দেশের ইউক্রেনের ডাক্তারি ডিগ্রি বেশি মুল্যবান। একই সময়ে শিক্ষার্থীরা, এখানে বিশ্বব্যাপি এক্সপোজার পায়। ইউক্রেনের ওয়েবসাইটে স্টাডি অনুসারে, ইউক্রেনীয় মেডিকেল ডিগ্রিগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ), ইউরোপীয় কাউন্সিল এবং অন্যান্য বৈশ্বিক সংস্থা দ্বারা স্বীকৃত।
আরও পড়ুন…‘আমি বললে, দু -মিনিটের মধ্যে ওটা ফাঁকা হয়ে যাবে’- কামারহাটিতে দাঁড়িয়ে মদনের হুঁশিয়ারি
উল্লেখ্য, ইউক্রেনে মেডিক্যালের জনপ্রিয়তার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল, ভারতে এমবিবিএস আসনের জন্য প্রতিযোগি অনেক বেশি। দেশে ( Russia-Ukraine War ) এমবিবিএসের প্রায় ৮৮ হাজার আসন রয়েছে এবং এর মধ্যেও সরকারি আসন প্রায় অর্ধেক। ২০২১ সালের রিপোর্ট অনুসারে, মোট ১৬ লক্ষ প্রার্থী NEET পরীক্ষার জন্য বসেছিল। আসনের সংখ্যা কম হওয়ায় প্রতিযোগিতাও অনেক বেশি। এদিকে, ইউক্রেনে এই বছর মেডিক্যাল পড়ার জন্য পরীক্ষা দিয়েছিল ১৮ হাজার এবং সেখানে ভর্তির প্রক্রিয়াও খুব সহজ।