১১ বছর পর খেতাব, সুইস ওপেনে শিরোপা পিভি সিন্ধু-র

রাজকুমার মণ্ডল, কলকাতা : আবার খেতাবের শিরোনামে পি ভি সিন্ধু ( Sindhu ) । ভারতীয় ব্যাডমিন্টন তারকা সুইস ওপেনের ফাইনালে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে ২১-১৬, ২১-৮-এ হারিয়ে বছরের দ্বিতীয় সুপার ৩০০ শিরোপা জিতলেন৷ গত বছর ক্যারোলিনা মারিনের কাছে তার নিজের ২১-১২, ২১-৫ সেটে হেরে যাওয়ার যন্ত্রনা মন থেকে মুছে ফেলেছিলেন। সেন্ট জ্যাকবশালে ২০১৯ এ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকেই সিন্ধুর লক্ষ্য ছিল সুইস ওপেন ( Sindhu ) । ২০২২ সুইস ওপেন চতুর্থ-স্তরের টুর্নামেন্ট, সুপার ১০০০, ৭৫০ এবং ৫০০র পরে রয়েছে। বিশ্বের ৭ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন সিন্ধু। প্রতিপক্ষ বুসানান রয়েছেন ১১ নম্বরে। অতএব সিন্ধু মাঠের সর্বোচ্চ র্যাঙ্কের খেলোয়াড়।
থাই রিট্রিভারের বিরুদ্ধে একতরফা ফলাফল হবে বলে সিন্ধু জানতেন। আক্রমণাত্মক শুরু অসহায় প্রতিপক্ষের বিরুদ্ধে ইচ্ছামতো স্যুইচ ( Sindhu ) করেছিলেন। দ্বিতীয় গেমেও একতরফা লড়াই ছিল কারণ বুসানান সিন্ধুর পাওয়ার গেমে টক্কর দিতে পারেননি। বুসাননের ফ্ল্যাঙ্কে স্ম্যাশের ফুলঝুরি ছিল। ম্যাকাও, মালয়েশিয়া এবং সুইজারল্যান্ডে ২৩ টি সফরে সিন্ধুর এখন আটটি সুপার ৩০০ বা লেভেল ৪ শিরোপা রয়েছে। তার বিশ্ব শিরোপা ছাড়াও ভারতে লেভেল ৩ এর একটি, কোরিয়া এবং চীনে লেভেল ২ এর দুটি শিরোপা রয়েছে। সিন্ধু বরাবরের জন্য শীর্ষস্থানীয় ফাইনালে সেরাকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিখ্যাত একজন বড়-মঞ্চের খেলোয়াড়। শিরোনাম এবং আত্মবিশ্বাসের লক্ষ্যে মরশুমে ছোট টুর্নামেন্টগুলিতে মনোনিবেশ করছেন পি ভি সিন্ধু।
আরও পড়ুন মিতালি-ঝুলনদের বিদায় ঘন্টা বাজল বলে! মহিলা বিশ্বকাপে হারে শুরু কাটাছেঁড়া
অত্ই সহজেই সুইস ওপেন খেতাব পকেটে পুরলেন সিন্ধু। চলতি বছর জানুয়ারিতে সিন্ধু জিতেছিলেন সৈয়দ মোদী ইন্টারন্যাশনালের খেতাব। সুইস ওপেনে জিতে চলতি বছরের দ্বিতীয় খেতাবটা ঘরে তুললেন দুটো অলিম্পিক পদকজয়ী এই মহাতারকা শাটলার পিভি সিন্ধু( Sindhu ) । হায়দরাবাদের এই মহাতারকা শাটলার পুরো টুর্নামেন্টেই একেবারে নিখুঁত পারফরমেন্সে খেতাব জিতলেন। ১১ বছর পর কোনও ভারতীয় মহিলা সুইস ওপেন ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন। দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে সুইস ওপেনে খেতাব জিতলেন সিন্ধু। শেষবার ২০১১ সালে সাইন নেহওয়াল সুইস ওপেনে খেতাব জিতেছিলেন। সুইস ওপেনের ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরে গতবছর রানার্স হয়েছিলেন সিন্ধু।